প্রশান্ত কিশোরও শেষমেশ ব্যর্থ হলেন, অগত্যা মমতাই শেষ সম্বল শুভেন্দুকে ফেরাতে
প্রশান্ত কিশোরও ব্যর্থ হলেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে সব পরিকল্পনা জলে গেল তৃণমূলের। শুভেন্দুর বাড়িতে গিয়েও যে কোনও ফল হল না, তার প্রমাণ মিলল পরপর দুদিন। প্রশান্ত কিশোরের অভিযান ব্যর্থ করে স্বমহিমায় আসীন শুভেন্দু। অগত্যা শেষ সম্বল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়!

মমতা ছাড়া কাউকে রেয়াত করেন না শুভেন্দু
শুভেন্দুর মতো হেভিওয়েট জনপ্রিয় নেতাকে ফের তৃণমূলের সোজা রাস্তায় ফেরাতে পারেন একমাত্র দলনেত্রী মমতাই। মমতা বন্দ্য়োপাধ্যায় ছাড়া কাউকে রেয়াত করেন না শুভেন্দু। এমনকী ভিনরাজ্য থেকে তৃণমূলের ভোট কৌশলের দায়িত্বে আসা প্রশান্ত কিশোরকেও তিনি মান্যতা দিলেন না। প্রশান্ত কিশোরকে নিয়ে একইরকম অবস্থান বজায় রাখলেন তিনি।

শুভেন্দুকে নিয়ে মাথাব্যথা বাড়ছে তৃণমূলের
পরিস্থিতি যা শুভেন্দুকে নিয়ে মাথাব্যথা বাড়ছে তৃণমূলের। প্রতিদিনই সংঘাত বেড়ে চলেছে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এই অবস্থায় তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির হয়েছিলেন। উদ্দেশ্য ছিল শুভেন্দুর সঙ্গে আলোচনা করে তাঁর মানভঞ্জন করানো। কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দেন শুভেন্দু নিজে।

প্রশান্ত কিশোরের সঙ্গে কি ফোনে কথা হয় শুভেন্দুর
প্রশান্ত কিশোর ফোন করেছিলেন শুভেন্দুকে। সেই ফোনে শুভেন্দুর সঙ্গে কথা হোক বা না হোক, শুভেন্দুর যে মানভঞ্জন হয়নি বা শুভেন্দু যে এতটুকু সরল পথে আসেননি, তার প্রমাণ উঠে এসেছে পরপর দুদিন শুভেন্দুর তাৎপর্যপূর্ণ মন্তব্যে। শুক্রবার নন্দীগ্রামে আর শনিবার রামনগরে উদ্দেশ্যপ্রণোদিত বার্তা দিয়েছেন শুভেন্দু।

প্রশান্ত কিশোরের উদ্যোগ সফল হল না!
শুভেন্দু এদিন রামনগরে বলেন, যা বলতে হয়, তা করতে নেই, আর যা করতে হয়, তা বলতে নেই। তারপর বলেন ১৯শে মেগা শো আছে রামনগরে, যা বলার ওইদিনই বলব। ফের শুভেন্দুর কথায় জল্পনা তুঙ্গে উঠল। তাতেই স্পষ্ট প্রশান্ত কিশোরের উদ্যোগ সফল হল না। মান-অভিমান মিটল না শুভেন্দুর?

শুভেন্দুর বক্তব্যেও অন্য সুর শোনা যাচ্ছে!
দীর্ঘ প্রায় তিনমাস ধরে তৃণমূলে বেসুরো বাজছেন শুভেন্দু অধিকারী। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার না করলেও, তাঁর সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। সম্প্রতি নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে, শুভেন্দুর বক্তব্যেও অন্য সুর শোনা যাচ্ছে।

শুভেন্দুর সঙ্গে কথা বলার ফল কিন্তু মিলল না!
এরপরই কালবিলম্ব না করে তৃণমূলের ভোট কৌশলী স্বয়ং ময়দানে নামলেন। তিনি চেষ্টা করলেন শুভেন্দুকে ফের তৃণমূলের সরল পথে ফিরিয়ে আনতে। এখন তিনি মুশকিল আসান হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আদতে তা হতে পারলেন কি? অধিকারী বাড়িতে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে কথা এবং ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলার ফল কিন্তু মিলল না!