করোনার আবহেও তারাপীঠে উপচে পড়া ভিড়, আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়েছে চত্বর
করোনা ভাইরাসের আবহেও কালীপুজো উপলক্ষ্যে ভিড় উপচে পড়েছে তারাপীঠে। আজ তারা মা এখানে কালী রূপে পূজিত হচ্ছেন। বরাবারের মতো এবারও তা নিয়ে সাজোসাজো রব সাধক ব্যামাখ্যাপার আপন-ভূমে। ভক্তি সাগরে ডুব দিয়েছেন মানুষ। অতিমারীর আতঙ্ক দূরে সরিয়ে লাইন দিয়ে মায়ের পায়ে নিজেকে সমপর্ণ করেছেন পুন্যার্থীরা।

পঞ্জিকা মতে শনিবার দুপুর ১টা ৪০ থেকে শুরু হয়েছে আমাবস্যা। চলবে রবিবার দুপুর পর্যন্ত। মায়ের পুজোয় সামিল হতে এদিন সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় নজরে পড়েছে। লম্বা লাইন চোখে পড়েছে মন্দিরের গেটের বাইরে। ফলে নিরাপত্তায় কোনও ঢিলেঢালা দেয়নি প্রশাসন। সেই সঙ্গে করোনা ভাইরাসের প্রভান থেকে বাঁচতেও বিশেষ সুরক্ষা কবচ তৈরি করেছে পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ।
পুণ্যার্থীদের সুরক্ষায় মন্দিরের গেটের বাইরে রাখা হয়েছে সানিটাইজ গেট। সেখানে নিজেদের জীবাণুমুক্ত করে মন্দির চত্বরে ঢুকতে পারছেন পুণ্যার্থীরা। মাস্ক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে মন্দির চত্বরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে অজস্র সিসিটিভি। মোতায়ন করা হয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী।
প্রতি বছর এই সময় মা তারা কালী রূপে মন্দিরে পূজিত। রাতভোর চলে যজ্ঞ। তৈরি করা হয় নানা ধরনের ভোগ। করোনা ভাইরাসের আবহেও আয়োজনে কোনও ত্রুটি রাখেনি মন্দির কর্তৃপক্ষ। অতি সন্তর্পণে সব অনুষ্ঠানই চলছে তারাপীঠে।