পশ্চিমবঙ্গে 'ভোট কাটুয়া' মিমের হানা! পিকের দিশায় পথ খুঁজে পেল তৃণমূল
বিহার বিধানসভা ভোটে মহাজোটের ভোট কাটার পর এরাজ্যের (west bengal) শাসকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হায়দয়রাবাদের উর্দুভাষী দল মিম (aimim)। প্রসঙ্গত মিমকে হায়দরাবাদের-এর উর্দুভাষী দল বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। মিম-এর মোকাবিলায় তারা উদ্যোগ গ্রহণ করতেও শুরু করেছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)।
কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা! টুইটবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে কাজ
পশ্চিমবঙ্গে মিমের মোকাবিলায় তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল ইতিমধ্যেই অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছে। এআইএমও সাধারণ ভাবে সংখ্যালঘুদের জন্য কাজ করে থাকে।

বিহারের ভোটে মহাজোটকে ধাক্কা
প্রথমে মহাজোটর কাছে মিমের দাবি ছিল ১০ টি আসন। তেজস্বী যাদব তাতে গুরুত্ব না দেওয়ায় মুসলিম প্রধা ২০ টি আসনে প্রার্থী দাঁড় দরিয়ে ৫ টি আসনে জয়লাভ করে তাঁরা। আর অন্তত ১৪ টি আসনে ভোটে কেটে মহাজোটের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এইসব আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরে যায় মহাজোট। বিহারে তারা ১.২৪ শতাংশ ভোটও পেয়েছে।

পরের টার্গেট পশ্চিমবঙ্গ
বিহারে তাদের নিরিখে সাফল্যের পরেই মিমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানান, তাদের পরবর্তী গন্তব্য পশ্চিমবঙ্গ। তবে আসাদউদ্দিন যে খুব একটা ফাঁকা আওয়াজ দিচ্ছেন তা নয়। অন্তত ছটি জেলায় তাদের সংগঠন রয়েছে বলে দাবি করেছে মিম। জেলাগুলি হল উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। এর মধ্যে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনায় মুসলিম জমসংখ্যা থাক্রমে ৬৬.২৮%, ৫১. ২৭%, ৪৯.৯২%, ৩৫.৫৭% ।

সংখ্যালঘু এলাকায় প্রচার চালানোর সিদ্ধান্ত
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি নাসির আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সংখ্যালঘুদের কথা মাথায় রেখেসারা বাংলা জুড়েই প্রচার চালানো হবে। নাসির আহমেদ নিজেও এআইএমও-র সর্বভারতীয় সভাপতি। তাদের প্রাথমিক কাজ হবে মুসলিম ভোটকে জোটবদ্ধ করা, জানিয়েছেন তিনি। এইভাবেই তৃণমূল কংগ্রেস নিজেদের সংখ্যালঘু সেলকে ব্যবহার করে মুসলিমদের তাদের পক্ষে আনতে চায়। কেননা রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১২০ টি আসনে কারা জয়ী হবেন, তার সিদ্ধান্ত সংখ্যালঘুদের হাতে। তবে অনেকেই কটাক্ষ করে বলছেন পিকের দিশায় পথ খুঁজে পেল তৃণমূল।

সঙ্গে থাকছে রাজনৈতিক আক্রমণও
তবে সংখ্যালঘুদের দলের প্রতি প্রলুব্ধ করার পাশাপাশি মিমের প্রতি আক্রমণও জারি থাকবে। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, মিম মুসলিম ভোটকে ভাগ করে বিজেপিকে সাফল্য এনে দিয়েছে। তাঁর মতে মিম বাংলায় কিছু করতে পারবে না। মিমকে হায়দরাবাদ ভিত্তিক উর্দুতে কথা বলা মুসলিমদের দল বলেও কটাক্ষ করেছেন তিনি। কেননা বাংলার মুসলিমরা উর্দুতে কথা বলেন না।