কাশ্মীর সীমান্তে পাক হামলায় শহিদ তেহট্টের সুবোধ, দিওয়ালিতে অন্ধকার নামল নদিয়ায়
দিওয়ালিতে অন্ধকার নামল নদিয়ার শহিদ জওয়ানের পরিবারে। মাত্র ২৪ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করলেন সুবোধ ঘোষ। জম্মু ও কাশ্মীরে কর্মরত অবস্থায় পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন নদিয়ার বাসিন্দা বিএসএফ জওয়ান সুবোধ ঘোষ। এই খবর বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া।

রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ
নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ। বাবা গৌরাঙ্গ ঘোষ চাষ করে কোনওরকমে সংসার চালাতেন। একটি বোনও রয়েছে তাঁর। চার বছর আগে ছেলে বিএসএফ-এ যোগ দেওয়ার পর তাঁদের সংসারের কিছুটা হাল ফেরে। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আগে নিজেও বিয়ে করেন সুবোধ। তিন মাসের একটি সন্তান রয়েছে তাঁর।

ডিসেম্বরে বাড়ি ফেরার কথা ছিল তাঁর
পরিবার সূত্রে খবর, ২ মাস আগেই বাড়ি ফিরেছিলেন সুবোধ। তারপর আবার নিজের কর্মস্থলে ফিরে যান। ডিসেম্বরে ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কাশ্মীরের উরিতে কর্মরত ছিলেন তিনি। সেখানেই পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনে সুবোধ ঘোষ-সহ ৫ জওয়ান শহিদ হন। গতকাল খবর দেওয়া হয় তাঁর পরিবারকে।

ভারতের জবাবি গোলাবর্ষণে খতম হয় ১১ পাকিস্তানি জওয়ান
শহিদ সুবোধ ঘোষ যে স্কুলে পড়াশোনা করতেন বর্তমানে সেই স্কুলেই তাঁর শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের হাতে জওয়ানের দেহ তুলে দেওয়া হবে। এদিকে এই হামলার পর ভারতের জবাবি গোলাবর্ষণে খতম হয় ১১ পাকিস্তানি জওয়ান।

পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন
উরি ও গুরেজ সেক্টরে এই হামলার পালটা জবাব দেওয়া হয় ভারতের তরফ। খতম করা হয় ১১ পাকিস্তানি জওয়ানকে। তার মধ্যে ২ থেকে ৩ জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো আছেন বলে খবর৷ মৃত্যুর পাশাপাশি ভারতীয় সেনার প্রত্যাঘাতে জখম হয়েছেন পাকিস্তানের আরও ১৬ জওয়ান৷
চিনা বিনিয়োগের উপর থেকে তোলা হোক নিষেধাজ্ঞা, প্রস্তাব কেন্দ্রের মন্ত্রী গোষ্ঠীর