করোনা মোকাবিলায় সেরা বাংলা, সাফল্যের কৃতিত্ব মুখ্যমন্ত্রীর, বিশেষ পুরস্কার পাচ্ছেন মমতা
করোনা মোকাবিলায় নজিরবিহীন কাজ করেছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সরকার করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিশ্রমকে সন্মান জানাতে তাঁকে নেতাজি রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিেয়ছে ওড়িশার ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমানন্দ বিসোয়াল।

মমতাকে বিশেষ পুরস্কার
নেতাজী জন্মভূমি যাত্রা কমিটির উপদেষ্টা হেমানন্দ বিসোয়াল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি করোনা সংক্রমণের ভয় না করেই রাস্তায় নেমে মানষকে সচেতন করেছেন। রাজ্যবাসীকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সচেতন করেছেন। অসংখ্য বাঙালি পরিযায়ী শ্রমিকের প্রাণ বাঁচিয়েছেন বলে জানিয়েছেন বিসোয়াল। সেকারণেই এই পুরস্কারের জন্য তাঁর থেকে কেউ যোগ্য নেই। মমতাই স্বামী বিবেকান্দ ও নেজাজির দেখানো আদর্শ মেনেই মানবতার স্বার্থে কাজ করেছেন করোনা পরিস্থিতির মধ্যে।

করোনা মোকাবিলায় সাফল্য
করোনা পরিস্থিতির কারণে যে সামাজিক এবং আর্থিক পরিবর্তন এসেছে দেশে তার জন্য গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মমতাই প্রথম যিনি এই নিয়ে চিন্তা করেছেন এবং তার জন্য কমিটি গঠন করেছেন।

মাটি সৃষ্টি প্রকল্পে সাফল্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির সৃষ্টি প্রকল্পের জন্য সাধুবাদ জানিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ৫০,০০০ একর পরিত্যক্ত রুক্ষ জমিতে ফসল ফলানোর মতো করে গড়ে তোলা হবে। সেখানে উদ্যান শিল্প গড়ে তুলতে সাহায্য করা হবে। প্রাণি পালনও করা যাবে। মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের জন্যই এই পুরস্কারের যোগ্য তিনি এমনই দাবি করেছেন তিনি।

করোনা নিয়ে কেন্দ্রের কোপে
যদিও কেন্দ্রীয় সরকার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে বারবার টিম পাঠানো হয়েছে। করোনায় মৃতদের দেহ সৎকার নিয়েও বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লুকিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।