সারা দেশে করোনায় সুস্থ ৮২ লক্ষের পথে! দৈনিক সংক্রমণে চতুর্থ, মৃত্যুতে তৃতীয়স্থানে বাংলা
শনিবার রাতে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৮ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে ৮৭, ৭৩, ৪৭৯ লক্ষ-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪, ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ৫২০ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,২৯, ১৮৮ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৭ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮১৬৩৫৭২ জন।

ভারতে আক্রান্ত ৮৭, ৭৩, ৪৭৯ লক্ষ
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭, ৭৩, ৪৭৯ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৮০, ৭১৯।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮১, ৬৩৫, ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭, ৯৯২ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০৫ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ
এদিনও সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র আর ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে দিল্লি। আক্রান্তের সংখ্যা ৭৮০২। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৪৩২৯। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৭৪২৩জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ৯১ জনের। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৮০৪। তবে সেখানে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাটা অনেকটাই কম। ২৫ জন। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৪,১৩২। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭, ৪০, ৪৬১। ২৪ ঘন্টায় দেশের মধ্যে সব থেকে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে সেখানে। সব থেকে বেশি ৪৫৪৩ জন সুস্থ হয়েছেন এই রাজ্যেই। ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে তৃতীয়স্থানে বাংলা। রাজ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৩,৮৩৫ জন।

২৪ ঘন্টায় ৯, ২৯, ৪৯১ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ২৯, ৪৯১ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৩, ৭৪৬, ৯৪৪ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৩০৯, ৪০৮ জনের। সুস্থ হয়েছেন ৩৭, ৫২৩, ৯৭৩ জন।