ট্রাম্পের অনড় মনোভাবের মাঝেই নতুন রেকর্ড বাইডেনের! ঝুলিতে এবার অ্যারিজোনাও
নিশ্চিত হার জেনেও এখনও হোয়াইট হাউসের মাটি কামড়ে পড়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার মাঝেই ট্রাম্পকে পিছনে ফেলে আরও এগিয়ে গেলেন জো বাইডেন। এদিকে গণনা পর্ব যতই এগোচ্ছে ততই নিত্য নতুন রেকর্ড করছেন জো বাইডেন। এবার বিগত সাত দশকের মধ্যে দ্বিতীয় ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে অ্যারিজোনাতেও এবার জিতে গেলেন জো বাইডেন। ১৯৯৬ সালে শেষ বার ডেমোক্র্যাট বিল ক্লিন্টন জিতেছিলেন এই রাজ্যে।

এদিকে ভোট গণনা পর্ব শুরুর পর প্রায় তিন দিন কেটে গিলেও দোলাচল অব্যাহত ছিল। কিন্তু পরবর্তীতে পেনসিলভেনিয়ায় বাইডেনের জয় নিশ্চিত হতেই ট্রাম্পের জন্য বন্ধ হয়ে যায় হোয়াইট হাউসের দরজা। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ডিসেম্বরেই প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনে জো বাইডেনের জয় নিশ্চিত হলেও এখনও খাতায় কলমে আরও দু-মাসের বেশি সময় আমেরিকার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করবেন ট্রাম্পই।
এদিকে ইতিমধ্যেই পেনসিলভেনিয়ার গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের প্রচার টিম। এমনকী ইন পার্সন ভোটের গণনা প্রক্রিয়ার পাশাপাশি মেল ইন ভোটের স্ক্রুটিনি নিয়েও বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। এদিকে আমেরিকার রাজনৈতিক ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায়, দক্ষিণ-পূর্বাংশের রাজ্য অ্যারিজোনায় বরাবরই রিপাবলিকানদের বড়সড় প্রভাব দেখা যায়।
কিন্তু এবারের ভোটে সেই সব রেকর্ডই উল্টে পাল্টে গেছে। যদিও বাইডেন জিতলেও তার ঘাড়ে রীতিমতো নিশ্বাস ফেলছেন ট্রাম্প। পরিসংখ্যান বলছেন বাইডেন পেয়েছেন অ্যারিজোনার ৪৯.৪১ শতাংশ ভোটারের সমর্থন। সেখানে ট্রাম্প পেয়েছে ৪৯.০৭ শতাংশ মানুষের সমর্থন।
মমতা কি তবে পিকের উল্টো পথে হাঁটা শুরু করলেন! একুশের আগে কৌশল বদল