অসন্তুষ্ট শিশির, ভুল রটনা চলছে, দলের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের যোগ নেই
শুভেন্দু অধিকারীকে বার্তা দিতে িগয়ে দল পারিবারিক সম্পর্ককে ব্যবহার করছে। প্রবল অসন্তোষ প্রকাশ করলেন শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী। তার ছেলে শুভেন্দু অধিকারী। রাজ্যের পরিবহণ মন্ত্রী। তিনি কোনও ভাবেই জেলা কমিটির সদস্য নন। তারপরেও কেন শিশিরের মাধ্যমে শুভেন্দুকে বার্তা দেওয়া হল। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশির অধিকারী।

অসন্তুষ্ট শিশির
শিশির অদিকারীর মাধ্যমে শুভেন্দুকে সতর্ক বার্তা পাঠিয়েছে দল। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপে উষ্মা প্রকাশ করেছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। তিনি বলেছেন দল দলের সিদ্ধান্ত নেবে। এর মধ্যে পারিবারিক সম্পর্ককে জড়ানো ঠিক নয়। তাছাড়া শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যও নন। তিনি রাজ্য স্তরের নেতা। কাজেই দল সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে তাঁকে জড়ানোর কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত উল্লেখ্য শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা।

শুভেন্দুকে সতর্কবার্তা
একের পর এক অরাজনৈতিক সভা করে বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু। তাতে প্রবল অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। কোনও শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না। শুভেন্দুকে কড়া বার্তা গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর রাজনৈতিক কাজের উপর নজর রাখছে দল। না শুধরালে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোর
গতকাল রাতে শুভেন্দুর কাঁথির বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। শুভেন্দুর মান ভাঙাতেই প্রশান্ত কিশোরের সেখানে যাওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও পুরোটাই রটনা বলে দাবি করেছেন শিশির অধিকারী। অকারণে রাজনৈতিক উত্তাপ বাড়াতেই এই সবর খবর রটানো হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছেন শিশির অধিকারী।

বাঁকুড়ায় শুভেন্দুর সভা
আজ ফের বাঁকুড়ায় অরাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। বিকেল ৫টা থেকে বাঁকুড়ায় অরাজনৈতিক কর্মসূচি শুরু হবে তাঁর। ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাবেন ৩টি কালীপুজোর উদ্বোধনে। সেখান থেকে ফের একাধিক বার্তা শুভেন্দু অধিকারী দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
দলের শৃঙ্খলার উপর কেউ নয়, শিশির অধিকাররীর মাধ্যমে শুভেন্দুকে কড়া বার্তা তৃণমূলের