কালীপুজোর আগে বাংলার তাপমাত্রার পারদ কোনদিকে! উত্তরবঙ্গ ও দক্ষিবঙ্গের আবহাওয়ার খবর একনজরে
কালীপুজোর সময় মানেই, ধীরে ধীরে শীত নামবে , সকালের কুয়াশার মাঝে মর্নিং ওয়াকের সময় গায়ে হালকা চাদর দিতে হবে। এমনই ছবি চিরকাল বাংলা দেখে এসেছে। এদিকে, রাজ্যে ২০২০ সালের কালীপুজোর আবহ একটু আলাদা। করোনা সংকটের মধ্যে পুজোতে এবারে আবহাওয়ার চেনা রীতিতেও ওলট পালট দেখা যাচ্ছে! একনজরে দেখে নেওয়া যাক ১৩ নভেম্বরের পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়ার (Weather) পরিস্থিতি।

এখনই ঠান্ডা নয়!
ঘূর্ণাবর্তের জেরে এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ছে না। এর আগে আবহাওয়া দফতর যদিও জানিয়েছিল যে, নভেম্বরের মাঝামাঝি প্রবল ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে, তবে এখন তা হচ্ছে না! সংগঠিত ঘূর্ণাবর্তের জেরে শীতের প্রবেশ রাজ্যে বাধা পেয়েছে।

বৃষ্টি কি আসন্ন?
দুর্গাপুজোর পর কালীপুজোও কি বৃষ্টি মাটি করবে? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। তবে আবহাওয়ার খবর অনুযায়ী, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তরে বা দক্ষিণে কোথাও বৃষ্টির দাপট দেখা যাবে না।

উত্তরবঙ্গের কিছু এলাকার তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)
মালদায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে ঘোরা ফেরা করছে, বহরমপুরে তাপমাত্রা ঘোরাফেরা করছে সর্বনিম্ন ২১ . ১১ ডিগ্রির কাছে,দার্জিলিংয়ে এদিন পারদ ১৩ ডিগ্রিতে নেমেছে।

দক্ষিণবঙ্গের কিছু এলাকার তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)
দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১১ ডিগ্রির আশপাশে ঘুরছে। ক্যানিংয়ে তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি। দীঘার আকাশ হালকা মেঘলা। তাপমাত্রা এখানে ২৪. ৬ ডিগ্রির আশপাশে। খড়গপুরে ২৫ ডিগ্রির আশপাশে তাপমাত্রা।

কলকাতায় তাপমাত্রা আজ
কলকাতায় এদিন তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসে থাকছে । অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। মূলত রোদ, মেঘের খেলায় এদিন কলকাতার আকাশ ব্যস্ত থাকবে!