এসসি ইস্টবেঙ্গলের কো-স্পনসর কারা, জানা যাবে চলতি মাসেই?
আইএসএল শুরুর আগেই নিজেদের কো-স্পনসরের নাম ঘোষণা করবে এসসি ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত যা খবর, আগামী ১৭ নভেম্বর একলপ্তে তিনটি সংস্থার নাম ঘোষণা করবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। অবশিষ্ট আরও এক কো-স্পনসরের নাম আইএসএল শুরুর দিন অর্থাৎ ২০ নভেম্বর ঘোষণা করা হবে বলে লাল-হলুদের তরফে জানানো হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের জন্য গোয়ায় প্রস্তুতি সারতে থাকা ইস্টবেঙ্গলের জার্সির মাঝখানে রাখা হয়েছে মূল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের লোগো। এফএসডিএলের এবারের নিয়ম অনুযায়ী ওই জার্সিতে আরও চারটি কো-স্পনসরের নাম রাখা যাবে। সেই সুযোগকে কাজে লাগিয়েই আগামী ১৭ নভেম্বর এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে সাজানোর জন্য আরও তিন স্পনসরের নাম ঘোষণা করা হবে বলে খবর।
আইএসএল ২০ নভেম্বর থেকে শুরু হলেও, টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের যাত্রা শুরু সাত দিন পর। অর্থাৎ ২৭ নভেম্বর আইএসএলে প্রথমবার খেলতে নামছে লাল-হলুদ শিবির। প্রথম ম্যাচেই ডার্বির আঁচ গায়ে লাগাতে হবে রবি ফাউলারকে। কারণ ওই দিন এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চির-প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান। নতুন প্রেক্ষাপটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।
পয়লা ডিসেম্বর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ৫ ডিসেম্বর লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। ১০ ডিসেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এসসি ইস্টবেঙ্গল। ১৫ ডিসেম্বর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে হবে লাল-হলুদকে। ২০ ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২৬ ডিসেম্বর চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হবে কলকাতার ক্লাব।
৩, ৬ এবং ৯ জানুয়ারি যথাক্রমে ওড়িশা এফসি, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটা থেকে। শেষ দুটি ম্যাচ সাড়ে সাতটা থেকে শুরু হবে।