ডিসেম্বরেই দেশে আসছে করোনা প্রতিষেধক, ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা পুনাওয়ালার
ডিসেম্বরের মধ্যে ১০ কোটি করোনা প্রতিষেধক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেরাম ইনস্টিটিউটের চিফ এগজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা এই কথা জানিয়েছেন।

আদর পুনাওয়ালা কী বললেন?
সেরাম ইনস্টিটিউটের চিফ এগজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা এই কথা জানিয়েছেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেছেন, 'অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে আপদকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতিও পেতে পারে সেরাম ইনস্টিটিউট।'

অ্যাস্ট্রাজেনেকার অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ
তিনি বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয় এবং যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে, তবে প্রতিষেধকটি আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেন্দ্রের থেকে অনুমতি চাইবে সেরাম ইনস্টিটিউট।' এই গোটা বিষয়টি ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে বলে আশাবাদী পুনাওয়ালা।

ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন প্রস্তুত
ভারতের জন্য ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন প্রস্তুত করার আশ্বাস দিলেও গোটা বিশ্বের জন্য তা সরবরাহ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, '২০২৪ সালের আগে গোটা বিশ্বের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়া সম্ভব হবে না।'

১০০ মিলিয়ন করোনা ভ্যাকসিন তৈরি করবে সেরাম ইনস্টিটিউট
এর আগে ২৮ সেপ্টেম্বর সংস্থার তরফে জানানো হয়েছিল ভারত-সহ মধ্যবিত্ত দেশগুলির জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন করোনা ভ্যাকসিন তৈরি করবে সেরাম ইনস্টিটিউট। ২০২১ সালের মধ্যেই ভ্যাকসিনগুলো সরবরাহ করা হবে।
জো বাইডেনের জয়ের পর প্রথমবার মুখ খুলল বেজিং, কোন পথে চিন-মার্কিন সম্পর্ক?