অধীরের শিবির ছেড়ে সোমেন-পুত্র কি তৃণমূলমুখী, মমতা-বন্দনায় জোর জল্পনা রাজ্যে
অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হওয়ার পর দক্ষিণবঙ্গ কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখ তথা বিধায়ক আবদুর রহিম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখন জল্পনা শুরু হয়েছে সোমেন পুত্র রোহন মিত্রকে নিয়েও। তিনিও কংগ্রেস শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে চর্চা শুরু হয়ে যায়।

কেন বেইমানির পথে হাঁটছেন, টুইট সোমেন-পুত্রর
সম্প্রতি রহিমকে কংগ্রেস ছাড়া নিয়ে অধীর চৌধুরীর সমালোচনা করেন সোমেন-পুত্র। শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকেননি সোমেন-পুত্র রোহন। তিনি বেচারাম মান্নাকে নিয়েও টুইট করেন তিনি। লেখেন- যাঁদের কোনও রাজনৈতিক পরিচয়ই ছিল না, তাঁদের আস্তাকুঁড়় থেকে তুলে এনে সোমেন মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায়রা সিংহাসনে বসিয়েছিলেন। তাঁরাই আজ অন্য গন্ধ পেয়ে বেইমানির পথে হাঁটছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করেননি
এদিন রোহন জানান, আমার বাবা সোমে্ন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই ছিল ঠিকই, কিন্তু বাবা কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলস্তর থেকে উঠে এসেছেন, বাবা সেটাকে সবসময় সম্মানের চোখে দেখতেন। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও সমান শ্রদ্ধাশীল
রোহন বলেন, বাবাও তৃণমূল স্তর থেকে উঠে এসেছিলেন। আমি নিজে যুব কংগ্রেস থেকে উঠে এসেছি। যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবমতো বন্দ্যোপাধ্যায় সংগঠনকে কোথায় নিয়ে গিয়েছিলেন, তা আমি জানি। যুব কংগ্রেসের সভানেত্রী ও বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় য়ে সমস্ত মাইলফলক স্পর্শ করেছেন, তাতে আমি তাঁর প্রতি আজও শ্রদ্ধাশীল।

মমতার বন্দনা, অন্যদিকে অধীর চৌধুরীর সমালোচনা
রোহন মিত্রের এই মমতা-ভজনার পর স্বাভাবিকভাবেই তাঁর তৃণমূল যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়। একদিকে মমতার বন্দনা, অন্যদিকে অধীর চৌধুরীর সমালোচনা রোহনের মুখে শোনা যায়। যদিও রোহন নিজেই স্পষ্ট করে দেন, এমন কোনও সম্ভাবনা নেই। তিনি প্রদেশ কংগ্রেস নতুন দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালন করাই এখন তাঁর আশু কর্তব্য।