ভারতে পৌঁছে গেল রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি, ক্লিনিকাল ট্রায়াল কবে থেকে জেনে নিন
করোনা ভাইরাসের থার্ড ওয়েভের মাঝেই এলো সুখবর। রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিন পৌঁছে গেল ভারতে। ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে শীঘ্রই। ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্লিনিকাল ট্রায়াল নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল মোদী সরকারের। ভ্যাকসিনের দৌড়ে এখন অনেকটাই এগিয়ে ভারত। দীপাবলির পরেই ভারতের হাতে করোনা ভ্যাকসিন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও। যদিও এইমসের ডিরেক্টর ২০২২-র আগে ভারতের আম আদমির হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে না বলে জানিয়েছেন।

ভারতে এলো রাশিয়ার ভ্যাকসিন
ভারতে পৌঁছে গেল রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-ভি। হায়দরাবাদে ডক্টর রেড্ডির সঙ্গে যৌথ উদ্যোগে স্পুটনিক-ভি-র ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। আগে থেকেই এই নিয়ে চুক্তি হয়েছিল ডক্টর রেড্ডির সংস্থার সঙ্গে। ৯২ শতাংশ করোনা নিধনে সক্ষম এই স্পুটনিক-ভি ভ্যাকসিন এমনই দাবি করে এসেছে রাশিয়া।

স্পুটনিক-ভি করোনা ভ্যাকসিন
সবার প্রথমে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে এনে চমকে দিয়েছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সবার প্রথমে করোনা ভ্যাকসিন আনার কথা ঘোষণা করেছিলেন। তাঁর নিজের মেয়ে এই ভ্যাকসিন নিয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তারপরেই রাশিয়ায় করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ভ্যাকসিন দেওয়া হয়।

ভারতে ভ্যাকসিন কবে
ভারতে একাধিক করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হলেও এখনও হাতে কোনওটাই আসেনি। সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানুয়ারি মাসেই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চালাচ্ছে। একই সঙ্গে উৎপাদনেও কাজ করবে এই সংস্থা। এছাড়া ভারতে দেশিয় প্রযুক্তিতে তৈরি কো ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালও চলছে।

থার্ড ওয়েভ
এদিকে ভারতে শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ। রাজধানী দিল্লিতে শুরু হয়েছে এই থার্ড ওয়েভ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার ছুই ছুই দিল্লিতে। বাড়ানো হয়েছে আইসিইউ ও হাসপাতালে বেড সংখ্যা। যদিও দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কম। কমেছে করোনা সংক্রমণে মৃত্যুও।