For Quick Alerts
For Daily Alerts
দিওয়ালির আগেই কেন্দ্রের আত্মনির্ভর রোজগার যোজনা, কী জানালেন নির্মলা সীতারমন
করোনার জেরে ধসে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এর আগেও স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে তাতেও হাল ফেরেনি দেশের অর্থনতীর। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল যে উৎসবের মরশুমে অর্থনীতি ফের চাঙ্গা হবে। তবে সেই আশায় জল ঢেলেছে বেড়ে চলা করোনা প্রকোপ। এর জেরে দেশে প্রথমবার মন্দা দেখা দিতে পারে। তবে সেই পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে গুরে দাড়ানোর লক্ষ্যে আরও এক স্টিমুলাস প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার মধ্যেই রয়েছে আত্মনির্ভর রোজগার যোজনা।
