দুবাই থেকে মুম্বইয়ে ফিরে কেন জিজ্ঞাসাবাদের মুখে ভারতীয় ক্রিকেটার
আইপিএল শেষে দুবাই থেকে দেশে ফিরে জিজ্ঞাসাবাদের মুখে ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস দলের মধ্যে আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল। ফাইনালে দিল্লিকে হারিয়ে মুম্বই আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে পঞ্চমবারের জন্য খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স। দিন কয়েক আগে মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন হওয়া তারকা ক্রিকেটারই এবার দেশে ফিরে বিমানবন্দরে সমস্যায় পড়লেন।

কোন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ
জানা গিয়েছে ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া দুবাই থেকে মুম্বই ফিরলে বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। যা নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে সোরগোল।

কেন জিজ্ঞাসাবাদ
মুম্বই বিমানবন্দরে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) হিসাব বহির্ভূত সোনা ও অনান্য মূল্যবান জিনিস নিয়ে যাতায়াতের অভিযোগে ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াকে জিজ্ঞাসা করে বলে জানা গিয়েছে। যদিও ডিআরআই-এর পক্ষ থেকে এই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পরিবার নিয়ে দেশে ফিরছেন ক্রুণাল
প্রসঙ্গত আবুধাবিতে পরিবারকে নিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। হার্দিকের বড়ভাই তাঁর স্ত্রীকে নিয়ে মরুশহরে আইপিএল অভিযানে যান। এদিন ক্রুণাল ও তাঁর স্ত্রী দুবাই থেকে মুম্বইয়ে ফেরেন।

অস্ট্রেলিয়া সফরে হার্দিক
অন্যদিকে ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি। যেখানে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অন্যতম বড় স্তম্ভ। বুধবার বিরাটদের সঙ্গে হার্দিক দুবাই থেকে সিডনি উড়ে যান। এদিন দুপুরে ভারতীয় দলের সঙ্গে হার্দিক সিডনি পৌঁছেছেন। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর শুরু করবে।
সুস্থ হয়ে মাঠে ফিরলেন কপিল, বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলায় মজে বিশ্বকাপজয়ী