২০০৮ থেকে আইপিএলে বেগুনি টুপি জেতা বোলারদের তালিকায় নজর ফেরানো যাক
চরম প্রতিদ্বন্দ্বিতামূলক আইপিএল ২০২০ শেষ হয়েছে রীতিমতো ছক্কা হাঁকিয়ে। দিল্লি ক্য়াপিটালসকে হারিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টকে জমাটি করতে যে বোলারদের একটা বড় ভূমিকা ছিল, তা আর অপেক্ষা রাখে না। তারই প্রেক্ষিতে ২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে বেগুনি টুপি জেতা বোলারদের তালিকা দেখে নেওয়া যাক।

২০২০ সালে রাবাডা
সদ্য শেষ হওয়া আইপিএল ২০২০-তে ১৭ ম্যাচ খেলে ৩০টি উইকেট নেওয়া দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তিনি এই টুর্নামেন্টে বেগুনি টুপি জিতেছেন।

২০১৯ সালে তাহির
২০১৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৭ ম্যাচ খেলে ২৬টি উইকেট নিয়েছিলেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। তিনি সেবার টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন।

২০১৮ সালে টাই
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই কিংস ইলেভেন পাঞ্জাব ২০১৮ সালের আইপিএলে ২৪টি উইকেট নিয়েছিলেন। সেবার বেগুনি টুপি জিতেছিলেন তিনিই।

২০১৭ সালে ভুবি
ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২০১৭ সালের আইপিএলে ২৬টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন ভুবি।

২০১৬ সালে ফের ভারতীয়
২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে ২৩ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার টুর্নামেন্টে বেগুনি টুপি জিতেছিলেন।

২০১৫ সালে ব্র্যাভো
২০১৫ সালের আইপিএলে সিএসকে-র জার্সিতে ২৬টি উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। সেবার রানার্স দলের জার্সিতে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন ডিজে।

২০১৪ সালে মোহিত
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০১৪ সালের আইপিএলে ২৩টি উইকেট নিয়ে থেমেছিলেন ভারতীয় ফাস্ট বোলার মোহিত শর্মা। সেবার বেগুনি টুপি গিয়েছিল তাঁর মাথায়।

২০১৩ সালে রেকর্ড
২০১৩ সালের আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া সিএসকে-র ডোয়েন ব্র্যাভো রেকর্ড। টুর্নামেন্টে ৩২টি উইকেটে এখনও পর্যন্ত অন্য কোনও বোলার নিতে পারেননি।

২০১২ সালে মর্কেল
দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ২০১২ সালের আইপিএলে ২৫ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মর্নে মর্কেল। সেবার তিনিই বেগুনি টুপি জিতেছিলেন।

২০১১ সালে মালিঙ্গা
২০১১ সালের আইপিএলে সর্বাধিক উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সেবার ২৮টি উইকেট নিয়েছিলেন কিংবদন্তি।

২০১০ সালে ওঝা
ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা ২০১০ সালের আইপিএলে সর্বাধিক ২১টি উইকেট নিয়েছিলেন।

২০০৯ সালে আরপি
২০০৯ সালের আইপিএলে বেগুনি টুপি জিতেছিলেন আরপি সিং। ২৩টি উইকেট পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার।

২০০৮ সালে তানবীর
অদ্ভুত অ্যাকশন নিয়ে ২০০৮ সালের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন সোহেল তানবীর। সেবার চ্যাম্পিয়ন হওয়ার রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি উইকেট নিয়েছিলেন সোহেল।
কেন রোহিত শর্মাকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির মিশেল বললেন প্রাক্তনী