রাহুলের ৫ ছক্কা থেকে এমএস ধোনির 'না', আইপিএল ২০২০-এর ৫ স্মরণীয় মুহূর্ত
করোনা ভাইরাসের আবহে লড়াই করে জয় হাসিল করল আইপিএল ২০২০। বিস্তর নেতিবাচক মনোভাবের মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহীতে সফল ভাবেই বসে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আসর। এবং এই সংস্করণের জনপ্রিয়তা যে অন্যান্য বছরগুলিকে হার মানিয়েছে, তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক আইপিএল ২০২০-এর কিছু স্মরণীয় মুহূর্ত, যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

এমএস ধোনির 'না'
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পারেনি সুরেশ রায়না, হরভজন সিং-হীন তথা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। যাকে খারাপ সময় হিসেবেই দেখছেন এমএসডি। আন্তর্জাতিক পর্যায় থেকে অবসর নিলেও তিনি অন্তত আরও এক বছর আইপিএল খেলবেন, তাও বুঝিয়ে দিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক। আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের শেষ লিগের ম্যাচে খেলতে নামার আগে ধোনি টুর্নামেন্টকে বিদায় জানানোর জল্পনা উড়িয়ে দেন। 'ডেফিনিটলি নট' বলে নিজের মনোবাঞ্ছা স্পষ্ট করেন কিংবদন্তি।

পাঁচ সুপার ওভার, ২ ম্যাচে ৩
চলতি সংস্করণের আগে পর্যন্ত মোট ৯টি সুপার ওভার প্রত্যক্ষ করেছিল আইপিএল। কিন্তু এবারের আইপিএল সব নজিরকে ছাপিয়ে গিয়েছে। কারণ এবারের টুর্নামেন্টে পাঁচটি সুপার ওভার দেখে রোমাঞ্চিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। তার ওপর একই দিনে হওয়া দুই ম্যাচে তিনটি সুপার ওভারের দৃষ্টান্ত বিশ্বের অন্য কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রত্যক্ষ হয়নি। ১৮ অক্টোবরের দুপুরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সুপার ওভারে হারায় কলকাতা নাইট রাইডার্স। রাতের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে দুটি সুপার ওভার হয়। শেষ হাসি হাসে কেএল রাহুলের দল।

কিংস ইলেভেন পাঞ্জাবের প্রত্যাবর্তন
টুর্নামেন্টের শুরুর দিকে পরপর পাঁচটি ম্যাচ হেরে বসে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএল ২০২০-এর শেষ পর্বে দারুণভাবে ফিরে আসে। 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের অন্তর্ভূক্তির পর পরপর পাঁচটি ম্যাচ জিতে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর অন্যতম দাবিদার হয়ে যায় কেএল রাহুলের দল।

রাহুল তেওয়াটিয়ার পাঁচ ছক্কা
আইপিএল ২০২০-এর নবম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের শতরানের সৌজন্যে ২০ ওভারে ২২৩ রান তুলেছিল প্রীতি জিন্টার দল। জবাবে প্রায় হারতে বসে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। বাঁ-হাতি রাহুল তেওয়াটিয়ার এক ওভারে পাঁচ ছক্কার সৌজন্যে রেকর্ড বুকে নাম লিখিয়েছিল শিল্পা শেঠির দল। ওই ম্যাচে ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন রাহুল।

মুম্বইয়ের পাঁচ
এবারের আইপিএল জিতে টানা দুবার এবং মোট ৯ বার টুর্নামেন্ট জিতে অনন্য নজির স্থাপন করল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রফি জয়ের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস তিনটি আইপিএল জিতেছে।