আমেরিকার নয়া প্রেসিডেন্ট কমলা? অ্যাপেলের ‘সিরি’-র দায়িত্বজ্ঞানহীন উত্তরে হইচই নেটদুনিয়ায়
ট্রাম্পকে হারিয়ে ইতমধ্যেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে মসনদে বসতে চলেছে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু তা মানতে নারাজ অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট 'সিরি’। আমেরিকার রাষ্ট্রপতি সংক্রান্ত প্রশ্ন করা হলে দেখা যাচ্ছে সিরির সরাসরি এখন কমলা হ্যারিসের দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত উল্লেখ্য, গুগুল অ্যাসিস্টেন্ট ,অ্যামাজন আলেক্সা এবং মাইক্রসফট কোর্টানার মতো সিরিও ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট প্ল্যাটফর্ম। য়ার মাধ্যমে যে প্রশ্নের উত্তর খুঁজতে বা তথ্যের সন্ধানে ভয়েস সার্চের মাধ্যমেই আসল ওয়েবসাইট, ডেটা স্টোরেজে বা ভার্চুয়াল কোনও গন্তব্যে পৌঁছানো যায়।

যদিও জেনে রাখা ভালো সিরি কিন্তু শুধুমাত্র আবার আইওএস বা অ্যাপেলের ডিভাইসের মাধ্যেই ব্যবহারযোগ্য। বর্তমানে এই সিরিতেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের বয়স জিজ্ঞেস করা হলে সিরি সরাসরি কমলা হ্যারিসের দিকে ইঙ্গিত করে। এবং জানায় কমলা হ্যারিসের বয়স ৫৬ বছর। তিনি ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্মগ্রহন করেন। এদিকে সিরির উত্তরে জো বাইডেন তো দূর অস্ত কোথাও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পর্যন্ত নেই।
এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় নেটিজেন মহলে। অনেকে সিরিকে এই ধরণের প্রশ্ন করে তার ভিডিও পোস্ট করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যা তুমুল ভাইরালও হয়। এদিকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ভুল উত্তর দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে অ্যাপেলের দায়িত্বজ্ঞান নিয়েও। যদিও পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সংশোধনের রাস্তাতেও হাঁটে অ্যাপেল কর্তৃপক্ষ। বর্তমানে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে সঠিক উত্তরই দিতে দেখা যাচ্ছে সিরিকে।
ট্রাম্পের হারে খানিক স্বস্তিতে টিকটক, নিষেধাজ্ঞা তোলার দাবিতে আদালতের দ্বারস্থ বাইটড্যান্স