ভারতের অস্ট্রেলিয়া সফর: ডনের দেশে পৌঁছলেন বিরাটরা, ছবিতে দেখুন মুহূর্ত
রোড টু অস্ট্রেলিয়া! বুধবার রাতের বিমানে অস্ট্রেলিয়া সফরের জন্য উড়ান দিয়েছিল ভারতীয় দল। এদিন দুপুরে অস্ট্রেলিয়া পৌঁছলেন বিরাটরা। সন্ধ্যেতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের ডনের দেশে পৌঁছনোর ছবি প্রকাশ করা হয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টাইন
দুবাই থেকে সিডনি পৌঁছনোর পর, আগামী ১৪ দিন সিডনিতেই ভারতীয় ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকতে চলেছেন। দুবাই থেকে ভারতীয় দলের পাশাপাশি আইপিএলে খেলা অজি ক্রিকেটাররাও বুধবার বিমান ধরেন। অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা দুপুরে সিডনি বিমানবন্দরে নামেন।

কোয়ারেন্টাইনের মাঝে প্রস্তুতি শুরু
করোনাকালে আইপিএলে খেলা ক্রিকেটাররা এমনিতেই আবুধাবির তিন শহরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন। ফলে নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের আগামী ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যেই প্রস্তুতির অনুমতি দেওয়া হয়েছে।

একনজরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি
২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময়ে বিরাট-বুমরাহরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন। তিন ম্যাচের ওডিআই সিরিজের পর ৪ ডিসেম্বর থেকে বিরাটরা ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সবশেষে ১৭ ডিসেম্বর থেকে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। টেস্ট সিরিজের প্রথম মহারণে গোলাপি বলে দিন রাতের লড়াই,সফরের অন্যতম সেরা আকর্ষণ।

দিন রাতের টেস্ট খেলে দেশে ফিরবেন কোহলি
প্রসঙ্গত অজি সফরে ওডিআই ও টি-২০ সিরিজ খেলার পর, প্রথম টেস্ট খেলে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন। ফলে অ্যাডিলেড ওভালে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলের টেস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
ছবি সৌজন্যে বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট
২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে কমলা টুপি জেতা ব্যাটসম্যান তালিকা দেখে নেওয়া যাক