• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুস্থ হয়ে মাঠে ফিরলেন কপিল, বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলায় মজে বিশ্বকাপজয়ী

  • |

সুস্থ হয়ে মাঠে ফিরে চুটিয়ে গল্ফ খেললেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে কপিল দেব গত অক্টোবরে (২৩ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন। এরপর ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ী অধিনায়কের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হরিয়ানা হ্যারিকেন'-কে টানা দু'দিন চিকিৎসার পর ২৫ অক্টোবর হাসপাতাল সূত্রে ছেড়ে দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ হতেই এবার মাঠে ফিরলেন কপিল দেব।

সুস্থ হয়ে মাঠে ফিরলেন কপিল, বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলায় মেজে বিশ্বকাপজয়ী

সুস্থ হতেই দিওয়ালির সময় গল্ফ কোর্সে সময় কাটালেন তিনি। বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলার মুহূর্তের ভিডিও পোস্ট করে ফ্যানেদের নিজের শরীর নিয়ে কপিল দেব আপডেট দেন। সুস্থ হয়ে কপিলকে গল্ফ কোর্সে ফিরতে দেখে ক্রীড়াপ্রেমীরাও যারপরনাই খুশি হয়েছেন। প্রসঙ্গত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর, সুস্থ হলে সবার প্রথমে বন্ধুদের সঙ্গে তিনি গল্ফে কোর্সে দেখা করতে চান হলে জানিয়েছিলেন।

সুস্থ হয়ে মাঠে ফিরলেন কপিল, বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলায় মেজে বিশ্বকাপজয়ী

উল্লিখ্য ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর কপিল দেব অবসর জীবনের বেশিরভাগ সময়টাই গল্ফ কোর্সে কাটান। এবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গল্ফ কোর্সে ফিরে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে কপিল দেব লিখেছেন, 'হ্যালো বন্ধুরা,গল্ফ কোর্সে ফিরতে পেরে খুবই ভাল লাগছে। মজা করছি। বন্ধুদের সঙ্গে গল্ফ খেলছি।'

ভারত বনাম অস্ট্রেলিয়া: ডনের দেশে শেষ ওডিআই সিরিজে ভারতের পারফর্ম্যান্স

English summary
Kapil Dev back to Golf Course with friends after undergoing an angioplasty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X