• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাজনৈতিক হামলা, বললেন ধনখড়! রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি, হামলা নিয়ে কোন প্রতিক্রিয়া দিলীপের

  • |

৩৫৬-র মাধ্যমে শহিদ হওয়ার চেষ্টা করছে তৃণমূল। এদিন নিজের কনভয়ে হামলা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত এদিন মাদারিহাট থেকে ফেরার পথে জয়গাঁয় কনভয়ের ওপরে হামলা হয়। তিন থেকে চারটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

দিলীপ ঘোষের কনভয়ে হামলা

দিলীপ ঘোষের কনভয়ে হামলা

এদিন দুপুরে মাদারিহাট থেকে ফেরার পথে জয়গাঁয় দিলীপ ঘোষের কনভয়ে হামলা করা হয়। প্রথমে কালো পতাকা আর গোব্যাক স্লোগান দিয়ে শুরু। মঙ্গলাবাড়িতে প্রথমে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হয়। অনেকে গোব্যাক স্লোগানও দেন। এরপর পথে ২ জায়গায় কনভয়ের ওপর পাথর বৃষ্টি করা হয়। এই ঘটনায় দিলীপ ঘোষের গাড়ির পাশাপাশি বিজেপির এসসি মোর্চার নেতা কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কনভয়ের তিন থেকে চারটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

 শহিদ হওয়ার চেষ্টা তৃণমূলের

শহিদ হওয়ার চেষ্টা তৃণমূলের

এই ঘটনায় কি রাজ্যে ৩৫৬ ধারা জারি হওয়ার মতো পরিস্থিতি? যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে হামলা করা হয়েছে। পিছনে ছিল সমাজ বিরোধীরাও। শহিদ হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাঁকে আটকানোর চেষ্টা করলেও তৃণমূল ঠাণ্ডা হয়ে গিয়েছে। বিজেপি দূর দূর গ্রামে পৌঁছে যাওয়ায় এই হামলা বলে মনে করেন দিলীপ ঘোষ।

সমালোচনায় সায়ন্তন বসু

সমালোচনায় সায়ন্তন বসু

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, পশ্চিমবঙ্গের যে আইনশৃঙ্খলা নেই, তা প্রতিদিনই প্রমাণিত হয়। তৃণমূল কংগ্রেস মানুষের যেতে যত দূরে সরে যাচ্ছে, ততই হীনমন্যতা তাদের মধ্যে আসছে। রাজ্যে এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন, সেই প্রশ্নের উত্তরে সায়ন্তন বলেন, কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব সেটা। তিনি বলেন, নির্বাচন করার মতো পরিস্থিতি না থাকলে এই সরকারকে সরিয়ে দিতে হবে। পুলিশের নারায়নী সেনা ব্যাটেলিয়ন নিয়ে ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিকা হিসেবে ঘোষণা করছে। কেননা তিনিই তো এর আগে ঘোষণা করেছিলেন দার্জিলিংকে সুইৎজারল্যান্ড বানাবেন।

রাজনৈতিক হিংসা, বললেন রাজ্যপাল

রাজনৈতিক হিংসা, বললেন রাজ্যপাল

এদিন দিলীপ ঘোষের কনভয়ে হামলার নিন্দা করেছেন কোচবিহারে থাকা রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি কোচবিহারের তৃণমূল সাংসদ নিশীথ অধিকারীকে সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন। পরে এই হামলার কথা কানে যেতেই এই ধরনের রাজনৈতিক হিংসার নিন্দা করেন।

গল্প ফাঁদছে বিজেপি

গল্প ফাঁদছে বিজেপি

পাল্টা আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেছেন, গল্প ফাঁদছে বিজেপি। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি নোংরা রাজনীতিরও অভিযোগ করেছেন তিনি। বিরোধী রাজ্যগুলোতে এইভাবেই প্রশাসনকে চাপে রাখা হচ্ছে বলেও অভিযোগ সৌরভ চক্রবর্তীর।

জয়গাঁয় দিলীপ ঘোষকে কালো পতাকা! কনভয়ে দু জায়গায় হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

English summary
Trinamool Congress wants to be a martyr, says Dilip Ghosh on attack on his convoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X