জিডিপিতে বড়সড় ধস, ভারতীয় অর্থনীতিকে গ্রাস করছে মন্দা! আশঙ্কাবার্তা আরবিআই-এর
করোনা ধাক্কা সামলে অর্থনীতির চাকা ফের ঘোরানোর চেষ্টা করা হলেও তা ঠিক সচল করা সম্ভব হচ্ছে না। এর জেরে দেশের অর্থনৈতিক বেহাল অবস্থা বজায় রয়েছে। এর মাঝেই আরবিআই অনুমান করল যে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি সংকোচন হতে পারে ৮.৬ শতাংশ। পাশাপাশি প্রথমবার ভারতীয় অর্থনীতিতে মন্দার প্রকোপের আশঙ্কা দেখা দিয়েছে।

জিডিপিতে বড়সড় ধস নামে
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপিতে বড়সড় ধস নামে। একই ভাবে দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হবে বলে আশঙ্কা প্রকাশ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। এর পর আরও নিচে নামতে পারে দেশের অর্থনীতি।

দেশ মন্দায় যেতে চলেছে
কেন্দ্রীয় ব্য়াঙ্কের ধারণা, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি সংকোচন হতে পারে ৮.৬ শতাংশ। উল্লেখ্য, অর্থনীতিতে পরপর দুই বা তার অধিক ত্রৈমাসিকে যদি জিডিপির হার পড়ে যায়, তখন তাকে মন্দা বলা হয়। সেই অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে যদি আরবিআই-এর অনুমান সত্যি হয়, তাহলে দেশ মন্দায় যেতে চলেছে।

ঘুরে দাঁড়াতে পারবে দেশ?
গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনাভাইরাসের জেরে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। তাঁর অনুমান ছিল, চলতি অর্থবছরে ভারতের জিডিপি ৯.৫ শতাংশ কমে যাবে। তবে জিডিপি বৃদ্ধি পেলে ফের আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। তবে মন্দায় ঢুবে যাওয়া দেশ কীভাবে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে শঙ্কায় অনেকেই। যদিও আশা করা হচ্ছে যে চতুর্থ ত্রৈমাসিকে ইতিবাচক অবস্থানে ফিরতে পারে দেশের অর্থনীতি।
তেজস্বী বন্দনায় বিজেপি নেত্রী! বিহারে গেরুয়া প্রভাব বাড়তেই রাজনৈতিক সমীকরণ কোন পথে?