• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ছয় আইপিএল জিতেও সতীর্থ পোলার্ডের এই রেকর্ডের সামনে পিছিয়ে রোহিত শর্মা

  • |

ক্রিকেটার হিসেবে ষষ্ঠ ও অধিনায়ক হিসেবে সদ্য আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে বিশ্ব ক্রিকেটে চর্চা চলছে। তবে ছটি আইপিএল জিতেও সতীর্থ পোলার্ডের এই রেকর্ডের সামনে পিছিয়ে হিটম্যান।

কোন রেকর্ড

কোন রেকর্ড

টি-২০ টুর্নামেন্ট জয়ের রেকর্ড! হ্যাঁ, টি-২০ টুর্নামেন্ট জয়ের রেকর্ডে মুম্বই ইন্ডিয়ান্স দলে রোহিতের সতীর্থ কাইরন পোলার্ডের থেকে হিটম্যান পিছিয়ে রয়েছেন।

পোলার্ড কটি টি-২০ টুর্নামেন্ট জিতেছেন

পোলার্ড কটি টি-২০ টুর্নামেন্ট জিতেছেন

ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার ২০০৭/২০০৮ মরসুমে স্যানফোর্ড টি-২০ টুর্নামেন্ট জেতেন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দলের হয়ে ২০১১/১২ ও ২০১২/১৩ মরসুমে ট্রফি জিতেছেন। পরবর্তী সময় ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন, ঢাকা গ্ল্যাডিয়েটার্স দলের হয়ে ২০১২/১৩ মরসুমে ট্রফি জিতেছেন। দক্ষিণ আফ্রিকার দল কেপ কোর্বাসের হয়ে খেতাব জিতেছেন। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০১৪ সালে বার্বাডোস ত্রিডেন্টস ও ২০২০ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন।

মুম্বইয়ের হয়ে কতবার ট্রফি জিতেছেন

মুম্বইয়ের হয়ে কতবার ট্রফি জিতেছেন

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব মিলিয়ে ৭টি টি-২০ ট্রফি জিতেছেন পোলার্ড। ২০১১ ও ২০১৩ সালে মুম্বইয়ের হয়ে পোলার্ড চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্ট জেতেন। এরপর ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল জিতেছেন।

রোহিত শর্মার সাফল্য

রোহিত শর্মার সাফল্য

ক্যারিবিয়ান ক্রিকেটার কাইরন পোলার্ড যেখানে সব মিলিয়ে ১৫টি টি-২০ টুর্নামেন্ট জিতেছেন। সেখানে রোহিত শর্মার অধিনায়ক হিসেবে ৫টি আইপিএল জিতেছেন, ক্রিকেটার হিসেবে ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জেতেন। ২০১৩ সালে মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছেন। সেই সঙ্গে ২০০৭ সালে ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপ ও ২০১৮ নিদাহাস ট্রফি জিতেছেন। সব মিলিয়ে রোহিতের ঝুলিতে ১০টি টি-২০ ট্রফি রয়েছে।

English summary
Ipl 2020: Kieron Pollard has won most T20 tournaments, Rohit Sharma far away from him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X