করোনা কালে সফল টুর্নামেন্ট, ভিউয়ারশিপে রেকর্ড গড়ল আইপিএল ২০২০
করোনা কালে আইপিএল ২০২০ হওয়া নিয়েই ছিল বড় আশঙ্কা। সেখানেই শেষ পর্যন্ত সফলভাবে আইপিএল আয়োজন সমাপ্ত। কোভিড পরিস্থিতির কারণে দেশ থেকে আইপিএল সরে যাওয়ার পর,বিদেশে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই আয়োজনের কোনও ক্রুটি রাখেনি। করোনাকালে স্টেডিয়ামে দর্শক সমাগমের কোনও অনুমতি ছিল না তাই, স্বাভাবিকভাবেই এবছর সমর্থকদের আইপিএল দেখতে টিভির পর্দায় চোখ রাখতে হয়েছিল। আর সেখানেই ভিউয়ারশিপে রেকর্ড গড়ল আইপিএল ২০২০।

কী রেকর্ড আইপিএল ২০২০-র
জানা গিয়েছে, এবছর আইপিএলের টিভি ভিউয়িরশিপের ২৮% বৃদ্ধি ঘটেছে। এই নিয়ে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন ' আইপিএল বরাবর দর্শকদের কাছে এক বিশ্বমানের প্রতিযোগিতা উপহার দিয়েছে। এবছর করোনা সংকটে টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত বিদেশের মাটিতে সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করা যায়। সফল আইপিএল আয়োজনের জন্যে আমিরশাহী ক্রিকেট বোর্ড থেকে সকল স্পনসর, টিভি সম্প্রচারকারী সংস্থা, বোর্ডের টিম, ক্রিকেটার সবার ধন্যবাদ প্রাপ্য।'

লেটার মার্কস নিয়ে পাশ বিসিসিআইয়ের
প্রসঙ্গত এই প্রথম করোনা মহামারির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আমিরশাহীর মাটিতে জৈব সুরক্ষা বলয়ে সফল আইপিএল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে। চলতি বছর মার্চে আইপিএল হওয়ার কথা থাকলেও অতিমারির সময়ে তা অনর্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

অতিমারির মাঝে আইপিএল
পরবর্তীতে করোনাভাইরাসের কারণে বহু দিন পিছিয়ে যাওযার পর শেষমেশ ভারত থেকে সরে গিয়ে আবুধাবিতে আয়োজিত হয় আইপিএল। ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে কোটি টাকার ক্রিকেট লিগ ১০ নভেম্বর শেষ হয়। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব জেতে।

সৌরভ কী বলেছেন
এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, 'এক সময় আইপিএল সম্পূর্ণ করা যাবে কিনা, সেই নিয়েই সংশয় ছিল। এই আইপিএল ফ্যানেদের মুখে হাসি ফুটিয়েছে। জৈব সুরক্ষায় ৮০ দিন ধরে ক্রিকেটাররা শৃঙ্খলা মেনে মানসিক শক্তির পরীক্ষায় পাশ করে টুর্নামেন্ট খেললেন, তাই ক্রিকেটারদের সবাইকে ধন্যবাদ'