মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করিনি, সিদ্ধান্ত এনডিএর, শপথ গ্রহণের তত্ত্ব খারিজ করে স্পষ্ট জানালেন নীতীশ
সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনের পর রাজ্যের দায়িত্ব সামলানোর জন্য নীতীশ কুমার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসবেন এবং সোমবারই তিনি শপথ গ্রহণ করছেন, এরকম খবর এখন ঘুরে বেড়াচ্ছে বিহার সহ দেশের রাজনৈতিক মহলে। যদিও এই দাবি একেবারেই খারিজ করে দিলেন জেডি(ইউ) নেতা । বরং তিনি বৃহস্পতিবার জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদের জন্য কোনও দাবি করেননি এবং এই সিদ্ধান্ত নেবে এনডিএ। নীতীশ কুমার এও জানিয়েছেন যে চারটি এনডিএ দলের সব সদস্যরা শুক্রবার আলোচনায় বসবেন।

মুখ্যমন্ত্রী চেয়ারের দাবি করিনি
নীতীশ কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য আমি কোনও দাবি করিনি, এই সিদ্ধান্ত নেবে এনডিএ। শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে সে বিষয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দিওয়ালি বা ছটের পরেই হতে পারে। এই নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা হবে। চারটে দলের সদস্যরা শুক্রবার দেখা করবেন।'

এনডিএ চায় নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে
বিহার নির্বাচনে এনডিএ বিপুল পরিমাণে জয় পেলেও, জেডি(ইউ) আসন সংখ্যা হ্রাস পেয়ে ৪৩-এ এসেছে। যেখানে বিজেপির ৭৪ এবং যা ২০০৫ সালের পর থেকে সবচেয়ে খারাপ ফল। বিজেপি কয়েক দশকে প্রথমবারের মতো বিহার জোটে শীর্ষ অংশীদার হিসাবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনের আগে থেকেই এনডিএ এটা বলে এসেছে যে বিহারে মুখ্যমন্ত্রী হিসাবে তারাও নীতীশ কুমারকে চায়। যদিও সূত্রের খবর, নির্বাচনে দলের ফলাফল আশানুরূপ না হওয়ায় মুখ্যমন্ত্রী পদের জন্য অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তেজস্বীর কটাক্ষ নীতীশকে
নীতীশ কুমারকে কটাক্ষ করে আরজেডি নেতা তেজস্বী কুমার জানিয়েছেন যে আরজেডি ও বিজেপির পর তৃতীয়স্থানে রয়েছে জেডি(ইউ)। তিনি বলেন, ‘নীতীশ কুমারের যদি কোনও বিবেক বাকি থাকে তবে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারের মায়া ছেড়ে দেবেন।' বিজেপির শীর্ষ নেতারা যদিও চান যে বিহারে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকুক এবং নীতীশকে তাঁদের পক্ষ থেকে নির্বাচনের আগেই সরকার চালানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ।

নীতীশ কুমার ক্ষুব্ধ এলজেপির ওপর
সূত্রের খবর, চিরাগ পাসওয়ান ও তাঁর এলজেপি যেভাবে জেডি(ইউ)-কে আঘাত করেছে তাতে নীতীশের মন ভেঙে গিয়েছে। বিজেপির এক প্রবীণ নেতা বলেন, ‘নীতীশ খুব গভীরভাবে মর্মাহত এবং খুবই মনমরা হয়ে রয়েছেন কারণ চিরাগের কারণে তাঁর দল ২৫-৩০টি আসন হারিয়ে ফেলেছেন। আমরা জোটের বরিষ্ঠ অংশীদার হয়েও চাই যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হোক।' পাসওয়ানের দল প্রসঙ্গে জিজ্ঞাসা করলে নীতীশ বলেন, ‘এটা সম্পূর্ণ বিজেপির সিদ্ধান্ত যে এলজেপি আদৌও এনডিএর সঙ্গে থাকবে কি থাকবে না।' জেডি(ইউ)-এর এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন যে চিরাগ পাসওয়ানের কার্যকারিতা নিয়ে বিজেপির যে ধারণা ছিল তা নির্বাচনের পর ভেঙে গিয়েছে এবং এলজেপির সঙ্গে বিজেপি আর কোনও চুক্তি করতে রাজি নয়। এমনকী বিজেপি ও জেডি(ইউ) কর্মীদের মধ্যেও সমন্বয়ের ফাঁক তৈরি হয়েছে।
কানহাইয়া-তেজস্বীর হাইভোল্টেজ জুটি! একুশের ভোটে বঙ্গে কমরেডদের প্রচার চমক, পরিকল্পনা আলিমুদ্দিন