দলাই লামাকে দেওয়া হোক ভারতরত্ন, তিব্বত নিয়ে ভুল সংশোধনের দাবি বিজেপির অন্দরে
তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি বিবেচনা করুন।' এমনই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তা কুমার। রাষ্ট্রসংঘে তিব্বতের বিষয়টি ভারতের উত্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 'তিব্বতের গণহত্যা একবিংশ শতাব্দীর বৃহত্তম ট্র্যাজেডি।'

চিঠিতে শান্তা কুমার লিখেছেন, 'চিন গোটা বিশ্বের কাছেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং লাদাখে ভারতের সীমাও লঙ্ঘন করেছে। চিনের তরফে সবচেয়ে বড় হুমকির মুখে ভারত। আজ বিশ্বে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিন। ১৯৫০ সালের ভয়াবহ ভুল সংশোধন করার এটি একটি সুবর্ণ সুযোগ।'
প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার পাওয়া দলাই লামা চিনের পয়লা নম্বর শত্রু। এর আগে চিন-ভারত সংঘাতের আবহে দলাই লামাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করার দাবি তুলেছিল ভারতীয় জনতা পার্টির 'মেন্টর' সঙ্ঘ পরিবারও। মোদী সরকারে উদ্দেশে সঙ্ঘ পরিবারের প্রস্তাব, চিনকে কড়া জবাব দিতে তিব্বতে আবেগকে স্বীকৃতি দেওয়া হোক।
বর্তমানে ভারতে কম করে হলেও এক লক্ষ তিব্বতী বাস করে। দেশের বিভিন্ন স্থানে তারা স্বাধীন ভাবে বাস করে। তাদের স্বাধীনতার স্বপ্ন দেখা সংগঠনও রয়েছে ভারতে। তিব্বতী ইউথ কংগ্রেস নামক এই সংগঠনে ৩০ হাজার সদস্য রয়েছে। এবং এদের অনেকেই এসএফএফ-এ যোগ দিয়েছেন। তবে বিগত কয়েক দশক ধরে সহানুভূতি থাকলেও তিব্বতকে সরকারি স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে চায়নি ভারতের কোনও সরকার।