• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সামরিক শক্তি বৃদ্ধিতে ভরসা ভারতই! নতুন বছরেই ব্রহ্মস মিসাইল কিনছে ফিলিপাইন

  • |

চিনের সঙ্গে সংঘাতের আবহেই গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে ভারতের সামরিক শক্তি। যার ফলে আন্তর্জাতিক মঞ্চেও বহু দেশের নজর কেড়েছে ভারত। এমতাবস্থায় নতুন বছরের শুরুতেই ভারতের থেকে ব্রহ্মস মিসাইল কিনতে চলেছে ফিলিপাইন।

দক্ষিণ এশিয়ার প্রথম কোনও দেশ ব্রহ্মস কিনছে ভারতের থেকে

দক্ষিণ এশিয়ার প্রথম কোনও দেশ ব্রহ্মস কিনছে ভারতের থেকে

এদিকে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে এই নয়া সুপারসনিক ক্রজ মিসাইল। গত মাসেই ঘাতক মিসাইলিটির পরীক্ষামূলক ভাবে সফল উৎক্ষেপণও করে ভারত। এবার দক্ষিণ এশিয়ার মধ্যে ফিলিপাইনই প্রথম দেশ হিসাবে ভারতের থেকে এই মিসাইল কিনতে চলেছে।

 নতুন বছরের শুরুতেই পাকা চুক্তির সম্ভবনা

নতুন বছরের শুরুতেই পাকা চুক্তির সম্ভবনা

আগামী বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিলিপাইনের রাষ্ট্রপতি রডরিগো দুতার্তের মধ্যে যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে সেখানেই মিসাইল কেনার ব্যাপারে পাকা চুক্তি হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে এই বিষয়ে ফিলিপাইন সরকারের সাথে প্রাথমিক আলাপ পর্ব সেরে রাখতে চলতি বছরের শেষেই সে দেশে যাবে কেন্দ্র সরকারের একটি দল। সেই সময়েই চুক্তিপত্র ও প্রয়োজনীয় বিষয়গুলি খতিয়ে দেখবে কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধি দল।

এস জয়শঙ্করের সাথে প্রাথমিক কথাবার্তাও সেরে রাখেন ফিলিপাইনের বিদেশমন্ত্রী

এস জয়শঙ্করের সাথে প্রাথমিক কথাবার্তাও সেরে রাখেন ফিলিপাইনের বিদেশমন্ত্রী

এদিকে গত ডিসেম্বর থেকেইভারতেই থেকে এই বিশেষ প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল কেনার জন্য পরিকল্পনা সেরে রেখেছিল ফিলিপাইন। এমনকী এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথাবার্তাও সেরে রেখেছিলেন ফিলিপাইনের বিদেশমন্ত্রী। শুধু ফিলিপাইন না ভারতের থেকে ব্রহ্মস কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মিশরও।

তৃতীয় বিশ্বেও একাধিক দেশের কাছেই বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা ভারতের

তৃতীয় বিশ্বেও একাধিক দেশের কাছেই বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা ভারতের

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০২১ সালের মধ্যে চুক্তি পর্ব সাড়া হলেও ব্রহ্মসের সমস্ত আনুসাঙ্গিক যন্ত্রপাতি ফিলিপাইনে পৌঁছাতে ২০২৪ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। এদিকে ফিলাপাইন যদি ব্রহ্মস কেনে তবে এটাই সেদেশের সেনাবাহিনীর জন্য প্রথম কোনও ভূমি ভিত্তিক ক্ষেপণাস্ত্র হবে। শুধু ফিলিপাইন বা মিশর নয় তৃতীয় বিশ্বের আরও একাধিক দেশের কাছেই আগামী ব্রহ্মস সহ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একাধিক মিসাইল কেনার পরিকল্পনা রয়েছে ভারতের।

শীত পড়তেই ফের আশঙ্কা বাড়ছে চিনে, একাধিক শহরে নতুন করে থাবা বসাচ্ছে মারণ করোনা

English summary
philippines is buying brahmos missiles from india with the possibility of a final agreement in new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X