For Quick Alerts
For Daily Alerts
উন্নয়নই একমাত্র চাহিদা, প্রমাণ দিলেন বিহারবাসী, পাটলিপুত্র জয়ের পর টুইটে বার্তা মোদী, অমিত শাহের
উন্নয়ন চান বিহারের মানুষ। এনডিএকে জয়ী করে সেই বার্তা দিয়েছেন তাঁরা। বিহার জয়ের পর টুইট করে বিহারের বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বিহার জয়ের বার্তা টুইট করে জানিয়েছেন অমিত শাহ। যদিও এনডিএ-র এই জয় উচ্ছ্বাস না থাকারই কথা। কারণ জোট জিতলেও বিজেপি একক বৃহত্তম দল হতে পারেনি। সেই জয় ছিনিয়ে নিয়েছে আরজেডি। বড় কোনও অঘটন না ঘটলে এনডিএ জোটই বিহারে সরকার গঠন করবে।
