• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুবাই থেকে সিডনির বিমান ধরা হল না রোহিতের, দেশে ফিরছেন হিটম্যান

  • |

আইপিএল শেষ। দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর ওডিআই সিরিজ দিয়ে ভারতের অজি সফরের ঢাকে কাঠি। তাই দুবাই থেকে বিরাট-রাহুলরা অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের পর আইপিএলে প্রত্যাবর্তনে ট্রফি জিতে পঞ্চমবার মুম্বইকে খেতাব দিয়েছেন রোহিত শর্মা। ফোকাসে এবার অজিভূমে মহারণ। যদিও আইপিএল শেষে আজ বুধবার দুবাই থেকে সিডনি উড়ে যাওয়া হল না রোহিত শর্মার।

অস্ট্রেলিয়া সফরে কোন দলে রোহিত

অস্ট্রেলিয়া সফরে কোন দলে রোহিত

আইপিএল ২০২০-র মাঝে হ্যামস্ট্রিংয়ের চোটের পর, রোহিত শর্মা চার ম্যাচ বিশ্রামে ছিলেন। এরপর মাঠে ফিরে ৩ ম্যাচে ৬০ ওভার ফিল্ডিং করেছেন। লিগ পর্বের শেষ ম্যাচ ও প্লে অফে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল খেলেছেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে রোহিত মাঠে ফিরতে নির্বাচকরা হিটম্যানকে টেস্ট দলের জন্য বেছে নেন।

এখনই অজি সফরে যাওয়া হচ্ছে না হিটম্যানের

এখনই অজি সফরে যাওয়া হচ্ছে না হিটম্যানের

বুধবার দুবাই থেকে ভারতের অস্ট্রেলিয়া গামী বিমানে নেই রোহিত শর্মা। দেশে ফিরছেন হিটম্যান।

কেন দেশে ফিরছেন রোহিত

কেন দেশে ফিরছেন রোহিত

জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটের পর রোহিত মাঠে ফিরলেও তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে ভেবেছে বিসিসিআই। এমনিতে রোহিত টেস্ট সিরিজে দলে রয়েছেন। রোহিতের দেশের ফেরার খবরে মনে করা হচ্ছে, টেস্ট সিরিজের আগের সময়টা হিটম্যান ভারতের বেঙ্গালুরুর এনসিএতে ডাক্তারদের পরামর্শে রাখা হবে। সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোটের পর্যালোচনা করা হবে। এরপর ফিটনেস টেস্টে পাশ করে রোহিত অস্ট্রেলিয়া উড়ে যাবেন।

টেস্ট শুরু কবে

টেস্ট শুরু কবে

২৭ নভেম্বর থেকে অজিভূমে ওডিআই মহারণে নামছে ভারত। ৩ ম্যাচের ওডিআইয়ের পর ৩টি টি-২০ খেলে ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের মেগা টেস্টে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বড় ভুল কী, নাইটদের ক্ষতি নিয়ে মুখ খুললেন গম্ভীর

কলকাতা : জানবাজার ও গিরিশপার্কে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

English summary
Ind vs Aus: Reports says, Rohit Sharma will not to join India squad in Australia until Test series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X