ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে বাড়ছে উদ্বেগ, ট্রাম্পের রোষের মুখে পেন্টাগনের শীর্ষ আধিকারিকেরা
বিদায়বেলাতে এসেও মার্কিন প্রতিরক্ষা দফতরে বড়সড় রদবদল হচ্ছে ট্রাম্পের নির্দেশেই। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার ছাড়াও ওই বিভাগেরই আরও চার উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্তও করা হয়েছে গত ৪৮ ঘণ্টায় যা নিয়ে উত্তাল মার্কিন রাজ্য-রাজনীতি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে ট্রাম্পের 'গুড বুকে’ থাকা ব্যক্তিরাই ওই পদগুলিতে নতুন করে যোগদান করছেন।

এক এক করে পদ খোয়াচ্ছেন ট্রাম্প বিরোধী প্রশাসনিক কর্মকর্তারা
এদিকে প্রতরক্ষা দফতরের এই বড়সড় রদবদলের মাঝেই ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছে ডেমোক্র্যাট শিবিরও। এদিকে নির্বাচনে জয় এলেও এখনও আগামী দু-মাস খাতায় কলমে আমেরিকার রাষ্ট্রপতি পদে রয়েছেন ট্রাম্প। আর তার আগে যে সমস্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে অতীতে ট্রাম্পের বিরোধিতা দেখা গেছে তাদের ছেঁটে ফেলতে চাইছেন তিনি, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে, কিছুদিন আগে যখন মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর দেশব্যাপী বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনা নামামোর সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করতে দেখা যায় এসপারকে।

নতুন দায়িত্ব প্রাপ্তদের প্রাশাসনিক ইতিহাস নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক
প্রসঙ্গত উল্লেখ্য, এসপারদের সরিয়ে এখন তাদের জায়গায় যে ব্যক্তিদের বসাচ্ছেন তাদের অতীতের রেকর্ড নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ এই তালিকায় এমন এক প্রশাসনিক কর্তা রয়েছেন যিনি আবার অতীতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘জঙ্গি নেতা' বলেও তোপ দেগে ছিলেন। বাকীদের বিরুদ্ধেও রাজনৈতিক ফায়দা তুলতে একাধিক ইস্যুতে মিথ্যা প্রচারে ট্রাম্পের হাত শক্ত করার অভিযোগ রয়েছে।

ট্রাম্পের তোপের মুখে পড়ে পদ খোয়ালেন কোন কোন কর্মকর্তা ?
একাধিক এদিকে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে প্রতিরক্ষা বিভাগের শীর্ষপদে এই বড়সড় রদবদলে উদ্বেগ প্রকাশ করছেন আর্মড সার্ভিস কমিটির প্রধান অ্যাডাম স্মিথ। তাঁর কথায়, "ক্ষমতা হস্তান্তরের মহূর্তে এই রদবদল আদপে গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক তা বলে বোঝানো কঠিন। ভুল পথে চলছে আমেরিকার রাজনীতি। " এদিকে ইতিমধ্যেই ট্রাম্পের তোপের মুখে পড়ে এসপারের পরেই পদ হারিয়েছেন পেন্টাগনের নীতিবিষয়ক প্রতিরক্ষা সচিব জন অ্যান্ডারসন, গোয়েন্দা বিভাগের প্রতিরক্ষা সচিব জোসেফ কার্নান এবং পেন্টাগন চিফ অফ স্টাফ জেন স্টুয়ার্ট।

ট্রাম্পের নিশানায় আর কোন কোন আধিকারিক ?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেভাবে ট্রাম্প এগোচ্ছেন তাতে খুব তাড়াতাড়ি পদ খোয়াতে পারেন ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স ডেভিড নরকুইস্ট। এমনকী ট্রাম্পের নিশানায় রয়েছেন জয়েন্ট জেনারেল চিফস অফ স্টাফ মার্ক এ মিলিও। এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল মানা না মানা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে আইনি লড়াই। যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে পপুলার ভোট ও ইলেকটোরাল ভোটে বাইডেন সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় তা নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা।
'জয় শ্রীরাম' বলায় অপরাধ কোথায়? প্রশ্ন তুলে কংগ্রেসকে আক্রমণ জ্যোতিরাদিত্যর