• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জোড়-বিজোড় সংস্কার ভাঙতে চেয়েছিলেন, আইপিএল ২০২০-র ফাইনাল জিতে কেন এমন বললেন বুমরাহ

  • |

জোড়-বিজোড়ের সংস্কার ভাঙতে চেয়েছিলেন, আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন হয়ে এমনটাই বললেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমারাহ।

জোড়-বিজোড় সংস্কার ভাঙতে চেয়েছিলেন, আইপিএল ২০২০-র ফাইনাল জিতে কেন এমন বললেন জসপ্রীত বুমরাহ

ফাইনালে ৪ ওভারে কোনও উইকেট না পেলেও ২৮ রান খরচ করে নিয়ন্ত্রিত বোলিং করছেন জসপ্রীত। যার সুবাদে মুম্বই দিল্লিকে ১৫৬ রানে বেঁধে রাখে। জবাবে রোহিত শর্মার ৬৮ ও ঈশান কিশানের ৩৩ রানে ভর করে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ১৩ তম আইপিএলে ট্রফি জিতে নিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

এই জয়ের সুবাদে এদিন জোড় বিজোড়ের সংস্কারও কাটিয়ে ফেলল মুম্বই। এর আগে মুম্বই বিজোড় সংখ্যার বছর ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। যারপর রোহিতের দল বিজোড় সংখ্যার বছরে ট্রফি জেতায় ভাগ্যবান বলে মিথ তৈরি হয়ে যায়।

জোড় বছর ২০২০তে সেই মিথ ভাঙল মুম্বই। ম্যাচ জয়ের পর বুমরাহ এই নিয়ে বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্স খুব শক্তিশালী দল। আমরা মরসুমের শুরু থেকেই এই মিথ ভাঙতে চেয়েছিলাম। অবশেষে সেটা পেরেছি।'

অন্যদিকে বল হাতে এবছর দারুণ পারফর্ম্যান্স বুমরাহের। আইপিএল ২০২০তে ১৫ ম্যাচ খেলে টু্র্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি উইকেট নিয়েছেন বুমরাহ। নিজের বোলিং প্রসঙ্গে বুমরাহ বলেন, 'শুরুতে ছন্দে না পেলেও আরসিবির বিরুদ্ধে সুপার ওভারটা মোড় ঘুরিয়ে দেয়। ঐ সুপার ওভারে বিরাটের দলের বিরুদ্ধে জানপ্রাণ দিয়ে ৭ রান বাঁচানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হেরে বসি। ওখান থেকেই ঘুরে দাঁড়াই। অবশেষে ২৭ উইকেটে শেষ করলাম।'

প্রসঙ্গত আইপিএল ২০২০তে দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে ১৪ রানে ৪ উইকেট শিকার,বুমরাহের আইপিএল কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স।

English summary
Ipl 2020: Jasprit bumrah says, Wanted to break jinx of winning IPL title every two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X