এনডিএ জোটে নীতীশই হচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু জেডিইউ-র সেই দাপট থাকবে তো! চাপ বাড়াবে বিজেপি
সব বুথ ফেরত সমীক্ষা ওলট পালট করে দিয়ে বিহারে এনডিএ জোটের জয় হয়েছে। তবে সেই জয়ে নীতীশ ক্যারিশ্মা কাজ করেনি। একা মোদী ম্যাজিকেই জয় এসেছে এনডিএ জোটের। জেডিইউ-র ভোটকে ছাপিয়ে গিয়েছে বিজেপির ভোট। প্রথম থেকেই নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপি জানিয়ে দেয় নীতীশ হবেন তাঁদের মুখ্যমন্ত্রী। কিন্তু আগের মতো সেই জোর থাকবে তো নীতীশের। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিহার জয় এনডিএ
অবশেষে বিহার জয় হয়েছে এনডিএ জোটের। কিন্তু জেডিইউ-র ফল সেরকম হয়নি। বিরোধী আরজেডির থেকেও পিছিয়ে গিয়েছে জেডিইউ। এমনকী শরিক বিজেপিও ছাপিয়ে গিয়েছে জেডিইউকে। তাই বিহারে এবার নীতীশ সরকার গড়লেও আগের জয়ের আনন্দ থাকছে না জেডিইউ শিবিরে। সেই উচ্ছ্বাসে অনেকটাই ভাঁটা পড়েছে।

জেডিইউকে গ্রাস করছে বিজেপি
নীতীশের সেই দাপট যে আর নেই সেটা বুঝিয়ে দিয়েছেন বিহার বাসী। ভোট ব্যাঙ্কে বিপুল ধাক্কায় বেশ চাপে রয়েছেন নীতীশ কুমার। বিজেপির ভোট বৃদ্ধিতে নতুন অশনি সংকেত দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী পদ এবারের মতো নীতীশের থাকলেও সরকার চালানো সহজ হবে না। ভোট বেশি থাকার কারণে বিজেপির দাপট থাকবে জোটে। কাজেই এবারের ৫ বছরের নীতীশের পক্ষে খুব একটা মসৃন হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল

নীতীশই মুখ্যমন্ত্রী
বিজেপির ভোট বৃদ্ধিতে নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে জনিয়েছে বিজেপি। তবে সরকারে এবার দাপট বেশি থাকবে বিজেপির। তাতেই উদ্বেগ বেড়েছে জেডিইউ-র। পরের বার হয়তো বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন বিহারে এমনই মনে করছে তারা।

একক বৃহত্তম দল আরজেডি
ক্ষমতা ধরে রাখলেও বিহারে একক বৃহত্তম দল হতে পারেনি বিজেপি। সেই জায়গা ছিনিয়ে নিয়ে গিয়েছে লালু প্রসাদ যাদবের আরজেডি। মূলক গ্রামীণ ভোট বেশি পেয়েছে আরজেডি। এমনই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির বিরুদ্ধে গণনা প্রভাবিত করার অভিযোগ করেছিল কংগ্রেস এবং আরজেডি। কিন্তু কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়েছে।