নিসন্দেহে রোহিতকে অধিনায়ক করা উচিত, হিটম্যানের ঈর্ষনীয় সাফল্যে প্রশংসা প্রাক্তনীর
আইপিএল ২০২০ জিতে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড সাফল্যের নজির রোহিত শর্মার। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান। টি-২০ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে ঈর্ষনীয় রেকর্ড রোহিতের। হিটম্যানের পর রয়েছেন শুধু ধোনি। তাঁর ঝুলিতে ৩টি আইপিএল ট্রফি রয়েছে। অধিনায়ক রোহিতের এমন সাফল্যের পর তাঁকে এবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন।

কোন ফর্ম্যাটে রোহিতকে ভারতের অধিনায়ক দেখতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন জানিয়েছেন, রোহিত শর্মাকে তিনি আগামী দিনে ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে দেখতে চান।

হিটম্যানকে নিয়ে ভন কী বললেন
হিটম্যানকে নিয়ে ভন বলেন, 'নিসন্দেহে রোহিত শর্মাকে ভারতের টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক করা উচিত। রোহিত দারুণ অধিনায়ক, সেই সঙ্গে পাল্লা দিয়ে দারুণ সফল ম্যান ম্যানেজার। টি-২০ ক্রিকেটে কীভাবে জিততে হবে রোহিত সেই সমীকরণটা দারুণভাবে জানে। রোহিত টি-২০ ক্রিকেটে অধিনায়ক হলে বিরাটের উপর থেকে চাপটা কমবে।'

টি-২০ অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য
টি-২০ অধিনায়ক হিসেবে রোহিত মুম্বইকে মোট ছটি ট্রফি জিতিয়েছেন। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বইকে আইপিএল ট্রফি দেওয়ার পাশাপাশি হিটম্যান মুম্বইকে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন করেন।

ভারতের অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য
দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০১৮ নিদাহাস ট্রফিতে (টি-২০ ফর্ম্যাট) ভারতকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। সেই সঙ্গে ২০১৮ পঞ্চাশ ওভারের এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যান।