• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নজরে একুশের ভোট, 'এবার বাংলায় আসছি', বিহার ভোটের সাফল্যের পর সদর্পে ঘোষণা ওয়েইসির

বিহারের ভোটের সাফল্যের পর এবার টার্গেট বাংলার বিধানসভা ভোট। বঙ্গে সংগঠন শক্তিশালী করার বার্তা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি ঘোষণা করেছেন এবার বাংলার বিধানসভা ভোটকে টার্গেট করে এগোবে এআইএমআইএম। বিহারে বিধানসভা ভোট ৫টি আসন পেয়েছে ওয়েইসির দল। সীমাচলমের দিকেই বেশি ভোট দখল করেছেন তাঁরা। বিহারের এই সাফল্য ধরে রাখতে ভোটারদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি িদয়েছেন তিনি।

বিহার ভোটে সাফল্য ওয়েইসিদের

বিহার ভোটে সাফল্য ওয়েইসিদের

অপ্রত্যাশিতই ছিল এই সাফল্য। বিহারে এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েইসির দল। মাত্র এক বছর আগে রাজ্যে সংগঠন শুরু করেছে। তাতে ৫টি কেন্দ্রে জয়। মুখের কথা নয় এআইএমআইএমের মতো একটা নতুন দলের। ৫টি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন ওয়েইসির দলের প্রার্থী। তারপরেই ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েইসি এবং তাঁদের উপর আস্থা রাখার জন্য নিরাশ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এবার টার্গেট বাংলা

এবার টার্গেট বাংলা

আর কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা ভোট। একুশের বিধানসভা ভোট হাইভোল্টেজ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলাকে পাখির চোখ করে রেখেছে। এবার সেই সুযোগ এসেছে তাদের হাতে । এই সুযোগে বাংলাকে টার্গেট করে ফেলেছেন ওয়েইসিই। বিহার ভোটের সাফল্যে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বাংলাতেও এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর দল এবার বাংলাতেও প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন ওয়েইসি।

অধীরের আক্রমণ

অধীরের আক্রমণ

গতকালই ওয়েইসিকে আক্রমণ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছিলেন ওয়েইসিকে ব্যবহার করেছে বিজেপি। বিজেপির ভোট কাটার হিসেবে কাজ করেছে ওয়েইসির দল। ৫টি আসনে জয়লাভের পর পাল্টা আক্রমণ শানিয়ে ওয়েইসি দাবি করেন বিজেপিকে যে কোনও ভাবেই তাঁর দল সমর্থন করেনি এবং করবে না সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই সাফল্যে।

নজর উত্তর প্রদেশেও

নজর উত্তর প্রদেশেও

শুধু পশ্চিমবঙ্গ নয় এবার উত্তর প্রদেশেও নজর দিয়েছেন ওয়েইসি। তিনি ঘোষণা করেছেন এবার উত্তর প্রদেশের বিধানসভা ভোটেও লড়বে তাঁর দল। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা ভোট। গতকাল উপনির্বাচনে বিজেপির জয় হয়েছে বিহারে। যোগীর জনপ্রিয়তায় কতটা ধাক্কা খাবে এই এক বছরে তার উপরে অনেকটাই নির্ভর করবে ওয়েইসিদের ভোট।

তৃণমূলে শুধু থাকবেন পিসি আর ভাইপো! শুভেন্দু-প্রশ্নে ভাঙনের বার্তা একুশের আগে

English summary
Asaduddin Waisi says now AIMIM will targer Bengal assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X