• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লোকাল ট্রেনের সময় সূচি ও হাওড়া, শিয়ালদহ লাইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

চালু হল বহু প্রতিক্ষিত রেল যোগাযোগ। গত ৮ মাস প্রায় বন্ধ ছিল দক্ষিণ বঙ্গের অন্যতম লাইফলাইন লোকাল ট্রেন। যার ফলে বিভিন্ন স্টেশনে এতদিন বহু বিক্ষোভ দেখা গিয়েছে লোকাল ট্রেনের যাতায়াত ঘিরে। একনজরে কিছু রুটের তথ্য ও ট্রেনের সময় সূচি দেখে নেওয়া যাক।

টিকিট কেন্দ্র ঘিরে তথ্য

টিকিট কেন্দ্র ঘিরে তথ্য

যে সমস্ত সিজন টিকিট লকডাউনের জেরে সময়ের বাইরে চলে গিয়েছে, তার মেয়াদ বর্ধিত করার বন্দোবস্ত করেছে ভারতীয় রেল। এজন্য স্টেশনের বুকিং কাউন্টার সকাল ৮ থেকে খোলা থাকছে। সেখানে গেলেই নির্দিষ্ট কর্মপদ্ধতি সম্পন্ন হবে। ১১ তারিখ থেকে এই কাউন্টারগুলি খোলা থাকছে।

নৈহাটি ব্যান্ডেল ট্রেনের সময়সূচি

নৈহাটি ব্যান্ডেল ট্রেনের সময়সূচি

সকাল ৬ টা ১৮ মিনিট, সকাল ৭:৩০ মিনিট, সকাল ৭:৫৫ মিনিট, সকাল ৮:৩৩ মিনিট, সকাল ৯:৪২ মিনিটে ট্রেন রয়েছে। এরপর বিকেলে ৫ :১৮ মিনিট, সন্ধ্যা ৬: ৩২ মিনিট, সন্ধ্যা ৭:৫০ মিনিট, রাত ৯:১৫ মিনিটে ট্রেন রয়েছে।

ব্যান্ডেল নৈহাটি লোকাল

ব্যান্ডেল নৈহাটি লোকাল

এদিকে ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত সকাল ৫: ৩২ মিনিটে, সকাল ৬:৪৫ মিনিটে, সকাল ৭:২১ মিনিটে, সকাল ৯:১২ মিনিটে পর পর ট্রেন রয়েছে। এরপর বিকেলে ৫:১৮ মিনিটে, সন্ধ্যা ৬:৩২ মিনিটে, সব্ধ্যা ৭:৫০ মিনিটে, রাত ৯:১৫ মিনিটে ট্রেন রয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের আপ লাইনের তথ্য

দক্ষিণ পূর্ব রেলের আপ লাইনের তথ্য

দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে ট্রেনের নাম দেওয়া হয়েছে, যা ২০১৯-২০২০ সালের টাইমটেবিল অনুযায়ী চলবে। এই ট্রেনগুলি হল সেকশনের হিসাবে , হাওড়া মেদিনীপুর -১৩, হাওড়া পাঁশকুড়া-৮, সাঁতরাগাছি পাঁশকুড়া-১, হাওড়া-আমতা-৪, হাওড়া হলদিয়া -২, হাওড়া খড়গপুর-৪, হাওড়া মেচেদা-২, শালিমার-মেচেদা১, শালিমার মেচেদা ২, পাঁশকুড়া , দীঘা ১, মেচেদা, দীঘা ১, শালিমার সাঁতরাগাছি ১।

দক্ষিণ পূর্ব রেলের আপ লাইনের তথ্য ডাউন লাইনের তথ্য

দক্ষিণ পূর্ব রেলের আপ লাইনের তথ্য ডাউন লাইনের তথ্য

দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে ট্রেনের নাম দেওয়া হয়েছে, যা ২০১৯-২০২০ সালের টাইমটেবিল অনুযায়ী চলবে। এই ট্রেনগুলি হল, মেদিনীপুর হাওড়া সেকশন ১২, পাঁশকুড়া হাওড়া সেকশন ৮, মেচেদা হাওড়া সেকশন ৩, বাগনান হাওড়া সেকশন ১, আমতা হাওড়া সেকশন৪, খড়গপুর হাও়া ৫, হালদিয়া হাও়া সেকশন২. দীঘা পাঁশকুড়া সেকশন ১, পাঁশকুড়া সাঁতরাগাছি সেকশন১, সাঁতরাগাছি শালিমার ২, দীঘা মেচেদা সেকশন১, মেচেদা সাঁতরাগাছি সেকশন ১।

 হাওড়া লাইনের তথ্য

হাওড়া লাইনের তথ্য

এই লাইনে , হাওড়া-ব্যান্ডেল , ব্যান্ডেল-কাটওয়া , হাওড়া -তারকেশ্বর, হাওড়া- বর্ধমান ভায়া মেইন, হাওড়া- বর্ধমান ভায়া কর্ড , ব্যান্ডেল- নৈহাটি ,হাওড়া- বারুইপুর, হাওড়া- মশাগ্রাম, হাএড়া -হরিপাল, হাওড়া- শ্রীরামপুর, হাওড়া -পান্ডুয়া ব্যান্ডেল -পান্ডুয়া, হাওড়া -গুড়াপ, হাওড়া- শেওড়াফুলি, হাওড়া -সিঙ্গুর, ও হাওড়া -বালি পর্যন্ত চলবে ট্রেন।

শিয়ালদহ শাখার খবর

শিয়ালদহ শাখার খবর

শিয়ালদহ শাখায়, শিয়ালদহ- কৃষ্ণনগর, শিয়ালদহ নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট-লালগোলা, শিয়ালদহ হাসনাবাদ, শিয়ালদহ, বারাসাত, শিয়ালদহ বারাসত লাইনে চলবে ট্রেন। শিয়ালদহ-বারাসত-দত্তপুকুর সেকশন৮, শিয়ালদহ -শান্তিপুর সেকশন১৪, শিয়ালদহ কল্যানী সীমান্তত সেকশন১৪, শিয়ালদহ ব্যাকারপুর সেকশন ১৮, শিয়ালদহ ডানকুনি বারুইপুর সেকশন ৩২, রানাঘাট বনগাঁ সেকশন ১৭, শিয়ালদহ সেকশন ৩৯ শিয়ালদহ বিবাদী বাগ সেকশন ২ চলবে। শিয়ালদহ দক্ষিণে শিয়ালদহ কোমাগাত মারু বজবজ সেকশন ২৭, শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর- নামখানা সেকশন ২১, শিয়ালদহ ডায়ামন্ড হারবার, শিয়ালদহ ক্যানিং সেকশন ১৯. শিয়ালদহ সোনারপুর বারুইরুর সেকশন ২১।

পাহাড় থেকে জঙ্গলমহল, রাজ্যে এবার তিন পুলিশ ব্যাটেলিয়ন! মমতার চালে মাত বিজেপি

English summary
Local Train time table of west bengal naihati bandel line and other information of Howrah and Sealdah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X