৮ মরসুমে মুম্বইকে ৫ বার খেতাব দিলেন রোহিত, ট্রফিহীন অধিনায়ক বিরাট, জেনে নিন পরিসংখ্যান
আইপিএল টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন হিটম্যান। মঙ্গলবার তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি জিতে নেয়। ফাইনালে ৬৮ রানে ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের হয়ে জয়ের ভিত তৈরি করে দেন রোহিত।

আইপিএলের অধিনায়ক হিসেবে নজির রোহিতের
আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল হওয়ার নজির গড়লেন হিটম্যান। ২০১৩ সাল থেকে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান। ৮ মরসুমে দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেন। যা সত্যিই ঈর্ষনীয় রেকর্ড। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এর পর ২০২০ সালে ট্রফি জিতে অভিযান শেষ করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। অন্যদিকে এই নিয়ে রোহিতের অধিনায়কত্বে মুম্বই ২০১৯ এর পর ২০২০ অর্থাৎ টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল। এর আগে ধোনির চেন্নাই ২০১০ ও ২০১১ সালে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিল।

রোহিত বনাম বিরাট
আইপিএলে একই বছরে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাটকে অধিনায়ক করে। রোহিত শর্মার মতো বিরাট কোহলিও ২০১৩ সালে আইপিএলে অধিনায়কত্ব পান।

৮ মরসুমে বিরাটের ব্যর্থতা
রোহিত ৮ মরসুমে অধিনায়ক থেকে মুম্বইকে যেখানে পাঁচবার ট্রফি দিয়েছেন, সেখানেই বিরাট কোহলি ৮ মরসুমে আরসিবির অধিনায়ক থেকে শুধুই হতাশ করেছেন। বিরাটের অধিনায়কত্বে ৮ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও ট্রফি জিততে পারেনি।

একনজরে বিরাটের অধিনায়কত্বে আরসিবির পারফর্ম্যান্স
২০১৩ সালে বিরাটের অধিনায়কত্বে আরসিবি পাঁচ নম্বরে লিগ শেষ করে। ২০১৪ সালে এরপর তারা ৭ নম্বরে নেমে এসেছিল। ২০১৫ সালে যথাক্রমে তিন নম্বরে লিগ শেষ করে প্লে অফ খেলছিল আরসিবি। ২০১৬ সালে আরসিবি ফাইনালে উঠলেও সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে হেরে বসে। ২০১৭ সালে আট নম্বর ও ২০১৮ সালে ৬ নম্বরে ছিল আরসিবি। ২০১৯ সালে বিরাটরা ফের ৮ নম্বরে নেমে যায়। ২০২০ সালে চার নম্বরে থেকে এলিমিনেটরে উঠলে দল সানরাইজার্সের বিরুদ্ধে হেরে বিদায় নেয়।
৯ দল নিয়ে হতে পারে আইপিএল ২০২১, নিলাম নিয়ে কী আপডেট