করোনার আবহে খড়গপুর স্টেশনে স্বাস্থ্য বিধি মেনে চলছে প্রস্তুতি
করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকার পর বুধবার থেকে প্রথম দফায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার আগেই রেলনগরী খড়গপুর স্টেশনে কোভিড বিধি মেনে চলছে সমস্ত রকম প্রস্তুতি।

স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে গোটা স্টেশন। এদিন সকাল থেকেই খড়গপুর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে চলছে জোরকদমে স্যানিটাইজেশনের কাজ। পাশাপাশি সকল যাত্রীদের হাতে স্যানিটাইজার নিয়েই এই স্টেশনে ঢোকার জন্য আবেদন করা হচ্ছে। এবং প্লাটফর্মে মাস্ক আবশ্যিক করা হচ্ছে। না হলে জরিমানা করা হবে। এছাড়াও রেলের পক্ষ থেকে যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত সময়সারণী অনুযায়ী আপাতত চলবে লোকাল ট্রেন। ট্রেনে ওঠার আগে সকল যাত্রীকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও সমস্ত বিধিনিষেধ বাধ্যতামূলকভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
করোনার আবহেও ঐতিহ্য ও পরম্পরা ধরে রেখে জৌলুস গোকনা কালীবাড়িতে