উত্তরপ্রদেশের উপনির্বাচনের ফলাফল যোগীগড়ের লিটমাস টেস্ট! বিজেপি, বিএসপি, এসপির পরিস্থিতি একনজরে
২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ২০২০ সালের উপনির্বাচন যোগী সরকারকে বলে দিচ্ছে, তাঁর মুঠোয় কতটা রয়েছে উত্তরপ্রদেশের মাটি। গত ৩ নভেম্বর উত্তর প্রদেশের দেওরিয়া, বনগারমাউ, বুলন্দশহর, ঘাতমপুর, নওগাঁ,মালহানিতে উপনির্বাচন সংগঠিত হয় । একনজরে পরিস্থিতি দেখে নেওয়া যাক।

ধর্ষণের খবরে আসা বাঙ্গারমাউ থেকে বুলন্দশহরের ভোট যুদ্ধ
বিজেপি নেতা কুলদীপ সেনেগাররের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে খবরে আসে উত্তরপ্রদেশের উন্নাও জেলা। সেখানের বাঙ্গালমাউতে উপনির্বাচন হয়েছে। আজ ভোটের ফলগণনা। এছাড়াও দেওরিয়া, বনগারমাউ, বুলন্দশহর, ঘাতমপুর, নওগাঁ,মালহানিতে, তুল্ডলাতে ভোট গ্রহণ হয়েছে। ৮৮ জন প্রার্থীর ভাগ্য গণনা আজ।

উত্তর প্রদেশে উপনির্বাচনে বিজেপির দখলে কোন কোন এলাকা?
বিজেপি এগিয়ে রয়েছে বুলন্দশহর, বাঙ্গারমাউ, দেওয়ারিয়াতে। বিজেপি দখলে রেখেছে তুন্ডলা, ঘাতমপুর। প্রসঙ্গত, এই বাঙ্গারমাউ উন্নাও জেলার অন্তর্গত। যেখানে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেখানে সকাল থেকেই বিজেপির পক্ষে হাওয়া জোরদার।

উত্তরপ্রদেশে ভোটিং ট্রেন্ড
উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সমাজবাদী পার্টির দখলে মালহানি, নওগাঁও। প্রসঙ্গত উত্তরপ্রদেশ নির্বাচনে যোগী সরকার ভোটে কারচুপি করেছে বলে এর আগেই অভিযোগ আনেন এসপির নেতা তেজস্বী যাদব ।

ভোট ব্যবধান একনজরে
দেওরিয়াতে বিজেপি পেয়েছে ১৯৪৯ আসন, সমাজবাদী পার্টি ১৫৯০, বিএসপি ৯৩১ টি আসন। উন্নাওয়ের বাঙ্গারমাউতে বিজেপি ৭০০০ ভোটে এগিয়ে। মালহানিতে ইভিএম খারাপকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।
হারানো জমি ফিরে পাওয়ার ইঙ্গিত ঝাড়খণ্ড উপনির্বাচনে, হেমন্ত গড়ে পদ্ম ফুটিয়ে চমক বিজেপির