আইপিএল ফাইনালে আর ৪ উইকেট নিলেই ব্র্যাভোকে ধরা ফেলবেন রাবাডা, কী সেই রেকর্ড?
আইপিএল ২০২০-এর মেগা ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হলে দিল্লি ক্যাপিটালসের স্ট্রাইক বোলার কাগিসো রাবাডাকে কামাল করে দেখাতে হবে। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা প্রোটিয়া ফাস্ট বোলার, রোহিত শর্মাদের বিরুদ্ধে বড়ই ফিঁকে। সেই দোষ কাটিয়ে আজকে ম্যাচে চার উইকেট নিলেই সিএসকে তথা ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে ধরে ফেলবেন রাবাডা।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৬টি ম্যাচ খেলেছেন কাগিসো রাবাডা। ২৯টি উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম মর্যাদা সম্পন্ন বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের ফাইনাল ম্যাচে বিধ্বংসী রাবাডা সেরাটা দিতে পারলে জিতবে দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে টুর্নামেন্টে সর্বাধিক উইকেট সংগ্রাহক হওয়া নিশ্চিত হবে প্রোটিয়া পেস ব্যাটারির। এই ম্যাচে ৪ উইকেট নিতে পারলেই আইপিএলের সর্বকালের রেকর্ড ধরে ফেলবেন রাবাডা।
২০১৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৩৩টি উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। টুর্নামেন্টের ইতিহাসে কোনও এক মরশুমে এত উইকেট নেওয়ার নজির অন্য কোনও বোলারের নেই। সেই রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। চলতি আইপিএলে ১৬ ম্যাচ খেলে ২৯টি উইকেট নেওয়া কাগিসো রাবাডা আজকের ফাইনালে ব্র্যাভোকে ধরে ফেলতেই পারেন।
ডোয়েন ব্র্যাভোর রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের সামনেও। যদিও তার পক্ষে কাজটা খুব কঠিন। ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ধরতে হলে আজকের ফাইনালে ৬ উইকেট নিতে হবে ভারতীয় ফাস্ট বোলারকে। তা কঠিন হলেও অসম্ভব নয়।