• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমল, স্বস্তি বাড়িয়ে সুস্থতার হার ছাড়াল ৯০ শতাংশ

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ খানিকটা কমল। পাল্লা দিয়ে বাড়ল সুস্থতার হার। ফলে পাল্লা দিয়ে কমছে সক্রিয়ের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, করোনায় সুস্থতার হার ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এদিন সুস্থতার সংখ্যা ৪৪০০-র বেশি। আর সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩৩ হাজার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৮৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ০৯ হাজার ২২১ জন। এদিন ৩৮৯১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ১১২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪০৩। এদিন মৃত্যু হয়েছে ৫৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ১৩ হাজার ১১২ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৩ হাজার ৪৪৪ জন। এদিন ৫৭৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৮৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪৪১৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯০.১১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫০ লক্ষ ০৩ হাজার ২০৪ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৫৫৯১। এদিন টেস্টিং হয়েছে ৪৪১১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৮৯৯৩০। এদিন ৮৬৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮৪৭০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৭৬৩১। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২২৫ জন বেড়ে হয়েছে ২৭২০৮। হুগলিতে ২৬৭ জন বেড়ে আক্রান্ত ২০৪৫০ জন।

নীতীশ শিবিরে থাকা শ্বশুরের হারে আরও মধুর লালুপুত্র তেজপ্রতাপের জয়

English summary
Corona discharge rate increased over 90 percent in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X