শুভেন্দুর মতো সিঁড়ি ভেঙে উঠেছেন ফিরহাদও! সেই সিঁড়ি কে বানিয়েছেন, দিলেন জবাব
শুভেন্দু অধিকারী আমিত্ব নিয়ে খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার কড়া বার্তায় জানিয়েছিলেন, তিনি প্যারাস্যুটে নামেননি, লিফটেও ওঠেননি। সিঁড়ি ভাঙতে ভাঙতে এখানে উঠেছি। তাঁর এই কথার পাল্টা প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম। না শুভেন্দুকে অস্বীকার করেননি তিনি, কিন্তু প্রচ্ছন্ন বার্তায় জানিয়েছেন মমতাকে অস্বীকার করে তাঁদের অস্তিত্ব থাকবে না।

আমরাও সিঁড়ি দিয়ে উঠেছি, বললেন ফিরহাদ
ফিরহাদ হাকিম শুভেন্দুর সিঁড়ি ভেঙে উত্থানের বার্তায় তাঁর নাম না করেইও বলেন, আমরাও সিঁড়ি দিয়ে উঠেছি। সেই সিঁড়ি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সিঁড়িতেই আমরা উঠেছি। প্রকারান্তরে শুভেন্দুকে বার্তা দিয়ে তিনি জানান, মমতার আন্দোলন ভুললে আমাদের মন্ত্রিত্বে থাকার অধিকার নেই।

নন্দীগ্রাম আন্দোলন তৃণমূলের অধিকার
ফিরহাদ বলেন, নন্দীগ্রাম কখনও ভোলার নয়। মমতার আন্দোলনও কখনও ভোলার নয়। যেদিন মমতার আন্দোলন ভুলে যাব, সেদিন আর আমাদের মন্ত্রিত্বে থাকার অধিকার থাকবে না। শুভেন্দুকে উদ্দেশ্য করে ফিরহাদ আরও বলেন, নন্দীগ্রাম আন্দোলন তৃণমূলের অধিকার। নন্দীগ্রাম ছিনিয়ে নিতে পারবেন না কেউ।

আমি নয়, আমরার মন্ত্র ফিরহাদেরও
এদিন শুভেন্দুর আমিত্ব মন্তব্য নিয়েও খোঁচা দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমি নয়, আমরা। আমরা সকলে মিলে শক্তি। একা একা সেই শক্তি ভেঙে যাবে। আমরা এমন কিছু করব না, যাতে বিজেপির হাত শক্ত হয়। শুভেন্দুর পর এদিন আমিত্ব বর্জনের কথা বলেন ফিরহাদ হাকিম।

মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করা যাবে না
ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করা যাবে না। যাঁরা বিজেপির হাত শক্ত করতে চাইছেন তাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করতে চাইছেন। তা করলে আমরা আমাতেই থেমে যাব, আর মানুষের ক্ষতি করব। যাঁরা বিজেপির হাত শক্ত করছেন, তাঁরা ভুল করছেন, তাঁদের বাংলার মাটিতে কোনও স্থান নেই।
বাংলায় ভোট মানেই হিংসা কেন? বিহার ভোটের তুলনা টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা জয়প্রকাশের