• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ধীরে চলছে গণনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, শাসকের আসনে কে?‌ পাটলিপুত্রে বাড়ছে উত্তেজনা

অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বিহার বিধানসভা ভোটের ফলাফল। প্রথম থেকেই ভোট সমীক্ষার উল্টো পথে প্রকাশ্যে আসছে ফলাফলের গতি। এনডিএ জোট এগিয়ে চলছে মহাজোটের থেকে। দুপুর ১২টা পর্যন্ত যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে এনডিএ জোট সুবিধাজনক অবস্থানে আছে। অনেকটাই পিছিয়ে পড়েছ মহাজোট। যদিও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছিল মহাজোটই এবার সরকার গড়বে বিহারে। এবং মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব।

বিহার বিধানসভা ভোটের ফলাফল

বিহার বিধানসভা ভোটের ফলাফল

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিহারের বিধানসভা ভোটের গণনা। করোনা পরিস্থিতির মধ্যে এটাই প্রথম নির্বাচন। করোনার কারণে এবার ভোট গণননা কেন্দ্রের সংখ্যাও বেিশ। কোভিড বিধি মেনেই পর্যাপ্ত স্যানিটাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়েই চলছে গণনা কেন্দ্রগুলিতে কাজ। কড়া নিরাপত্তার বেষ্টনিতে রয়েছে গোটা এলাকা।

ধীরে চলছে ভোট গণনা

ধীরে চলছে ভোট গণনা

দুপুর হয়ে গেলেও এখনও তেমন গননা হয়ে ওঠেনি বিহারে। সিংহভাগ ভোট গণনাই বাকি। অত্যন্ত ধীর গতিতে চলছে ভোট গণনার কারণ। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত যা ট্রেন্ড তাতে এগিয়ে রয়েছে এনডিএ জোট। সকাল থেকে যদিও কানায় কানায় লড়াই চলছিল। বিশেষজ্ঞরা বলছেন গ্রামের ভোট গণনা শুরু হলে তবেই বোঝা যাবে আসল চিত্রটা। করোনার কারণেই গণনা দেরিতে হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ করোনার কারণে এবার বুথের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বুথ সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই ভোট গণনা ধীরে হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এগিয়ে এনডিএ জোট

এগিয়ে এনডিএ জোট

বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ওলটপালট করে গিয়ে এগিয়ে গিয়েছে এনডিএ জোট। তুলনামূলক ভাবে পিছিয়ে পড়েছে মহাজোট। এনডিএ জোটের মধ্যে আসন সংখ্যায় এগিয়ে রয়েছে বিজেপি। ১২৫টি আসন পেয়ে এগিয়ে গিয়েছে এনডিএ জোট। ইতিমধ্যেই বিহাের বিজেপি কর্মী সমর্থকরা উল্লাস শুরু করে দিয়েছেন। অন্যদিকে ১০৩টি আসন পেয়েছে এখনও পর্যন্ত মহাজোট। সেকেন্ড হাফে ফের ঘুরে দাঁড়াবে মহাজোট এমনই দাবি করেছেন আরজেডি নেতা মনোজ ঝাঁ।

পাটলিপুত্র কার দখলে

পাটলিপুত্র কার দখলে

বিহারে কী ফের নীতীশই ফিরছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি কর্মীরা যদিও ইতিমধ্যেই উল্লাস শুরু করে দিয়েছে। নীতীশের জনপ্রিয়তা কমলেও বিজেপি ঘাটতি পুষিয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈিতক মহল। শহরের ভোটে বিজেপি এগোলেও গ্রামের ভোটে ধাক্কা খাবে বলে দাবি করেছে কংগ্রেস নেতা। তাই বেলা যত গড়াবে তত বিহারের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

#BREAKING : BiharElectionResults : সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ, হাড্ডাহাড্ডি লড়াই বহু আসনে

বিহার নির্বাচনের ফল প্রকাশ হতে আজ মধ্য়রাত গড়াবে! দুপুর ১ টা পর্যন্ত কী পরিস্থিতি

English summary
Bihar assemly elction result 2020: Slow counting in effect political partys
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X