• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতের মরশুমে দ্রুত ছড়াবে করোনা সংক্রমণ, উদ্বেগ প্রকাশ করে নয় রাজ্যের সঙ্গে বৈঠক স্বাস্থ্য মন্ত্রীর

একদিকে যখন বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার মুখে, সেই সময় দেশে করোনা ভাইরাস পরিস্থিতির পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ভার্চুয়ারি একগুচ্ছ বৈঠক সারলেন ন’‌টি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে। জাতীয় কোভিড–৯ গড়ের সঙ্গে রাজ্যে উচ্চ করোনা ভাইরাস কেস নিয়ে হর্ষ বর্ধন অন্ধ্রপ্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচল প্রদেশ, তেলঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা ও কেরলের সঙ্গে বৈঠক করেন সোমবার।

‌রাজ্যগুলির বেশ কিছু জেলা থেকে রিপোর্ট

‌রাজ্যগুলির বেশ কিছু জেলা থেকে রিপোর্ট

স্বাস্থ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘‌রাজ্যেগুলির বেশ কিছু জেলা থেকে করোনা ভাইরাস বৃদ্ধি, সাতদিনের দৈনিক গড়ে সর্বোচ্চ করোনা কেস, টেস্ট হ্রাস পাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম ২৪, ৪৮ ও ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু বাড়ছে, দ্বিগুণ হওয়ার কেস বাড়ছে দ্রুত, দুর্বল জনগোষ্ঠীর মধ্যে উচ্চতর মৃত্যুর রিপোর্ট আসছে।'‌

বিপদ বাড়বে শীতকালে

বিপদ বাড়বে শীতকালে

শীতকাল আসতে না আসতেই করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়তে শুরু করেছে। পরবর্তী কিছু সপ্তাহে তা আরও ভয়াবহ রূপ নেবে। দেখা গিয়েছে যে যে দেশে ঠান্ডার আবহাওয়া যত বেশি, সেখানে তাপমাত্রা হ্রাস পাবে এবং তার ফলে কোভি ভাইরাসও ছড়িয়ে পড়বে। এই বিষয়ের ওপর উদ্বেগ সৃষ্টি করে আসন্ন শীতকাল ও দীর্ঘ উৎসবের মরশুমে এই ভাইরাসের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রী

উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রী

হর্ষ বর্ধন বলেন, ‘‌"আমাদের সকলকে দশেরার সঙ্গে শুরু হওয়া পুরো উৎসব মরশুমের জন্য আরও সচেতন হওয়া দরকার এবং এরপর দীপাবলি, ছট পূজো, বড়দিন এবং তারপরে মকর সংক্রান্তি পর্যন্ত এই সচেতনতা অব্যাহত থাকবে। শীতকালে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে।'‌

মৃত্যুর হার নিম্নমুখী

মৃত্যুর হার নিম্নমুখী

যদিও এখনও পর্যন্ত দেশে মৃত্যুর হার নিম্নমুখী, দেশে জাতীয় মৃত্যুর হার ১.‌৪৮ শতাংশ। মোট সক্রিয় কেসের মধ্যে ০.‌৪৪ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, ২.‌৪৭ শতাংশ জনের আইসিইউতে চিকিৎসা চলছে এবং দেশজুড়ে ৪.‌১৩ শতাংশ অক্সিজেন সাপোর্টে রয়েছে। গত ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত আরও ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের থেকে ৬ শতাংশ কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। অক্টোবরের শুরু থেকেই দেশে নামতে শুরু করেছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। মাঝে দু একদিন তা বেড়ে ৫০ হাজার পেরোলেও বেশিরভাগ দিনই গ্রাফ নামতে থাকে।

১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে, ভাল লাগছে! চেনা বামুনের পৈতে লাগে না, কটাক্ষ শুভেন্দুর

English summary
coronavirus infection will increase in winter season health minister meeting with 9 state express concern
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X