• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কলকাতার করোনা সংক্রমণ ৯০ হাজার ছুঁই ছুঁই, পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনা

কলকাতা করোনা সংক্রমণে ৯০ হাজারের গণ্ডি প্রায় ছুঁয়ে ফেলেছে। তাল মিলিয়ে উত্তর ২৪ পরগনাতেও বাড়ছে করোনা সংক্রমণ। চিনের পরিসংখ্যানকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে শহর কলকাতা। উত্তর ২৪ পরগনাও এবার চিনকে ছাপিয়ে যাবে। করোনা সংক্রমণের ধারা অব্যাহতই রয়েছে দুই জেলায়। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ ছাপিয়ে যাচ্ছে।

কলকাতার করোনা সংক্রমণ ৯০ হাজার ছুঁই ছুঁই

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৯১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৬৯। উত্তর ২৪ পরগনায় ৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের ছাড়িয়ে গিয়েছে সাত হাজার। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৩৫১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৭১৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৮৯৯৩০। শুধু এদিনই কলকাতায় ৮৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৩৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৯৯৬৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৬১১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮৪৭০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। মৃত্যু হয়েছে মোট ১৭১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৫৬৫৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৩৩৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৫৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৭৬৩১। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২২৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৭২০৮। হুগলিতে ২৬৭ জন বেড়ে আক্রান্ত ২০৪৫০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৬৭৩৫, কোচবিহারে ৯৫১০, দার্জিলিংয়ে ১২৮২৯, কালিম্পংয়ে ১৫৫৬, জলপাইগুড়িতে ১০১২৬, উত্তর দিনাজপুরে ৫১৬১, দক্ষিণ দিনাজপুরে ৭৩৩৬, মালদহে ১০৪৮৪, মুর্শিদাবাদে ৯৫৭৬, নদিয়ায় ১৪১৫১, বীরভূমে ৬৮৯১, পুরুলিয়ায় ৫৫৬১, বাঁকুড়ায় ৮৬৫৪, ঝাড়গ্রামে ২০৮১, পশ্চিম মেদিনীপুরে ১৬০৩২, পূর্ব মেদিনীপুরে ১৬৩৮৭, পূর্ব বর্ধমানে ৮৬৭৯, পশ্চিম বর্ধমানে ১১৩৭৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Corona are increased over 800 continuously in Kolkata and North 24 pargana. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X