তেলাঙ্গানা উপনির্বাচনে টিআরএসের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপির 'সারপ্রাইজ' আসন্ন! পারদ তুঙ্গে
বিহার নির্বাচন বাদে দেশের ১১ টি কেন্দ্রে এদিন উপনির্বাচনের ফলাফলের গণনা চলছে। হরিয়ানা,উত্তরপ্রদেশ, গুজরাত, তালেঙ্গানা, ওড়িশা, কর্ণাটক সহ একাধিক রাজ্যে আজ রাজনৈতিক শিবিরগুলির শক্তি পরীক্ষা চলছে। এদিকে, আঞ্চলিক শক্তি টিআরএস এর দাপচে থাকা তেলাঙ্গানায় এদিন উপনির্বাচনে বিজেপির নিশান উড়তে শুরু করেছে সকাল থেকে।

তেলাঙ্গানা রাজনৈতিক সমীকরণ
তেলাঙ্গানার শাক দল টিআরএস কিছুতেই কংগ্রেস বা বিজেপিকে নিজের প্রতিপক্ষ মানতে চায়না। এদিকে , ডুব্বাকা বিধানসভা ধরে রাখা টিআরএস এর কাছে সম্নান রক্ষার লড়াই। আর সেখানেই টিআরএস প্রধান চন্দ্রশেখর রাওয়ের পোক্ত জমিতে তির গেঁথেছে বিজেপি।

ডুব্বাকা নিয়ে সারপ্রাইজের অপেক্ষায় বিজেপি
যে জায়গায় এককালে স্থানীয় দল টিআরএসের রমরমা ছিল , কার্যত সেই ডুব্বাকা এবার বিজেপির দখলে আসতে চলেছে। এওদিন তেলাঙ্গানা উপ নির্বাচনের সকালের ট্রেন্ড তেমনই ফলাফল দেখাচ্ছে। ফলে তেলাঙ্গানা নিয়ে উচ্ছ্বসিত বিজেপির রাম মাধব। তিনি জানিয়েছেন আপাতত সারপ্রাইজ জয়ের অপেক্ষায় রয়েছে বিজেপি।

তেন ডুব্বাকা বিজেপিকে আশার আলো দেখাচ্ছে তেলুগু রাজনীতিতে!
প্রসঙ্গত, ভৌগলিক দিক থেকে ডুব্বাকা গাজওয়াল এলাকার সীমান্চে অবস্থিত। যে গাজওয়াল খোদ টিআরএস প্রধান তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কেন্দ্র। অন্যদিকে, ডুব্বাকার আরেকাংশে তালঙ্গানার মুখ্যমন্ত্রীর পুত্র কেটি রামা রাওয়ের কেন্দ্র সিরসিলা। এমন এক ভৌগলিক অবস্থানে থেকে চারপাশে টিআরএস ঘেরা এলাকার মধ্য থেকে ডুব্বাকাকে বিজেপির ঘরে তোলা নিয়ে অন্য রাজনৈতিক অঙ্ক দেখছে গেরুয়া শিবির।

রয়েছে ব্যক্তিগত লড়াইয়ের গন্ধ!
তেলঙ্গানার এই ডুব্বাকাতে টিআরএসের হরিশ রাওয়ের সঙ্গে লড়াই চলছে বিজেপির রঘুনন্দনের। দুই রাজনৈতিক নেতাই এলাকার যুযুধান দুই শত্রু বলে পরিচিতি। সেই জায়গা থেকে এই এলাকার ভোট যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রদেশে পাওয়ারপ্লেতে ঝড়ের ইঙ্গিত, প্রেস্টিজের লড়াইতে প্রথম বলেই ছক্কা বিজেপির