ও মূর্খ, রাখাল বাগাল! দিলীপ ঘোষের 'দিদির পুলিশ' মন্তব্যে পাল্টা আক্রমণ অনুব্রতের
ট্রাম্পের পর এবার মোদীর (narendra modi) বিসর্জনের পালা। এমনটাই মন্তব্য করলেন বীরভূম (birbhum) জেলা তৃণমূল (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। একইসঙ্গে তিনি রাজ্য বিজেপির (bjp) সভাপতি দিলীপ ঘোষকে (dilip ghosh) মুর্খ বলে সম্বোধন করেছেন।
সীমান্তে রুখতে হবে সবধরনের চোরাচালান! বিএসএফকে নির্দেশ অমিত শাহের

দিদি নয়, দাদার পুলিশ দিয়ে ভোট
সম্প্রতি দিলীপ ঘোষ বলেছিলেন, লোকসভা নির্বাচন হবে দাদার পুলিশ দিয়ে। দিল্লি থেকে আসবে তারা। দিদির পুলিশ থাকবে বুথ থেকে ১০০ মিটার দূরে। হাতে খৈনি পিষবে তারা। ২০২১-এর বিধানসভা নির্বাচন যে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, সেই কথাই বলতে চেয়েছিলেন তিনি।

তৃণমূল কর্মীদের মেরে শ্মশানে পাঠাব
হলদিয়ার সভা থেকে তৃণমূল কর্মীদের আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ২০২১-এর ভোটে তৃণমূল ভোচ লুট করতে গেলে জনতার হাতে মার খেয়ে সোজা হাসপাতালে যাবে। আর বাড়াবাড়ি করলে শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে।

অনুব্রতের কটাক্ষ
এদিকে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও দলের সভাপতি কি শ্মশানে পাঠিয়ে দেওয়ার কথা বলতে পারেন। বাংলার মানুষকে অপমান করার অধিকার তাঁকে কে দিয়েছে। যদি তিনি সবাইকে শ্মশানে পাঠিয়ে দেন, তাহলে থাকবেন কাকে নিয়ে। তিনি বলেন, তৃণমূল ওসব বলে না। মুখ্যমন্ত্রী সবাইকে ভালোবাসেন। সবার পাশেই থাকেন। সবার উন্নয়ন করেন। বিপদে পড়ছে ছুটেও যান।

২০২৪-এ মোদীর বিসর্জন
অনুব্রত মণ্ডল বলেন, বিহারের ফল বেরনোর পর তারা বুঝতে পারবেন, কারা বিসর্জন যাবেন। কটাক্ষ করে তিনি বলেন, উনি আহমেদাবাদে নমস্তে ট্রাম্প করেছিলেন। সেই ট্রাম্পের বিসর্জন হয়ে গিয়েছে। এবার মোদীর বিসর্জনের পালা। ২০২৪-এর ভোটে মোদী বিসর্জন হয়ে যাবেন।

দিলীপ ঘোষকে আক্রমণ
ভোটে পুলিশের ব্যবহার নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আর লোকসভা কিংবা বিধানসভা ভোটের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। সেখানে দাদা কিংবা দিদির পুলিশ বলে কিছু থাকে না। সে জানে না মূর্খ। এরপর অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে রাখাল বাগাল বলেও সম্বোধন করেন।

কেন্দ্রের নীতিকে কটাক্ষ করেছিলেন অনুব্রত
সম্প্রতি বুথ ভিত্তিক সভায় কেন্দ্রের নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেছিলেন, বিজেপি দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। রেলের মতো বিভিন্ন লাভজনক সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছিলেন মানুষ বুঝে গিয়েছে, কাদের হাতে তাঁরা দেশের ভার তুলে দিয়েছেন।

বীরভূমের ফলাফল নিয়ে আগাম বার্তা
বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমানের একাংশের দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে ১১ টি আসন বাদ দিয়েও পূর্ব বর্ধমানের সেই অংশে ৩ টি আসন রয়েছে। সব মিলিয়ে ১৪ আসনের ভবিষ্যত সম্পর্কে তিনি বলেছিলেন, সবকটি আসনেই জয়লাভ করবে তৃণমূল। দলের পুরনো কর্মী, যাঁরা বসে গিয়েছেন, কিংবা অন্য দলে চলে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার ডাকও দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।