• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার নয়, নন্দীগ্রাম শুভেন্দুরই! মুকুলের মন্তব্যে ২১-এর আগে জোর জল্পনা

শুভেন্দু অধিকারী (subhendu adhikari) বিজেপিতে যোগ দেবেন কিনা, তা তিনি আজও বলতে পারছেন না। এদিন দিল্লিতে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy)। কোন রাস্তা দিয়ে হাঁটলে তিনি স্বচ্ছ্বন্দ বোধ করবেন, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে মুকুল রায় বলেন, তাঁর রাজনৈতিক কৌশল তিনি(মুকুল) জানেন না। তবে সে তার রাজনীতিটা করছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীই সভা করত বলেও মন্তব্য করেছেন মুকুল রায়।

জিতল এনডিএ, কার্যত হার নীতীশের! বিজেপির তোড়ে পা পিছলে গেল মহাজোটের

নন্দীগ্রামে সভা করত শুভেন্দু

নন্দীগ্রামে সভা করত শুভেন্দু

এদিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের দুই সভা প্রসঙ্গে মুকুল রায় বলেন, নন্দীগ্রামে তৃণমূল কোনওদিন সভা করেনি। সভাটা করত শুভেন্দুই। এবার হঠাৎ করে নন্দীগ্রামে যাওয়ার তাগিদ পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই তারা আলাদা করে সভা করতে গিয়েছে। মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কটাক্ষ করে তিনি বলেন, আজ তৃণমূল যাচ্ছে, কিন্তু কাল যাবে কিনা তা তাঁর সন্দেহ রয়েছে। কেননা আগে তৃণমূল নন্দীগ্রামকে অস্বীকার করত কীভাবে, প্রশ্ন করেন মুকুল রায়। তিনি বলেন, আজ নতুন নয়, সেখানে আগেও মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সভা হয়েছে।

শুভেন্দুই দেখত নন্দীগ্রামের ভালো, মন্দ

শুভেন্দুই দেখত নন্দীগ্রামের ভালো, মন্দ

নন্দীগ্রামের আন্দোলন, নন্দীগ্রামের লড়াই, নন্দীগ্রামকে ধরে রাখা, এটা ব্যক্তিগত ভাবে তিনি যা দেখেছেন, তাতে তিনি বলতে পারেন, এটা শুভেন্দু অধিকারীই করত। এর আগে এর মধ্যে তৃণমূলকে সেখানে যেতে দেখেননি বলেই জানিয়েছেন মুকুল রায়। এদিনের শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর কর্মসূচি ভাল হয়েছে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু এই সভা করেছে, তার জন্য তাঁকে তিনি ক্রেডিট দিচ্ছেন। এদিনের শুভেন্দু অধিকারীর সভা তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন মুকুল রায়। কেননা তৃণমূলকে এর জন্য পাল্টা সভা করতে হয়েছে। তৃণমূল লড়াইটাকে আরও নিজেদের কাছে ডেকে নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন

নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন

এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুকুল রায় বলেন, তিনিও নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি বিজেপির একজন পদাধিকারী। যাঁরা আজ নন্দীগ্রাম নিয়ে বড়বড় কথা বলছে, নন্দীগ্রাম আন্দোলনের সময় দেখা যায়নি।

তৃণমূলে থাকতে তিনি শুভেন্দুর পাশে ছিলেন

তৃণমূলে থাকতে তিনি শুভেন্দুর পাশে ছিলেন

তিনি তৃণমূলে থাকার সময়েই শুভেন্দু অধিকারীকে তৃণমূল যুবর পদ থেকে সরানো হয়েছিল। সেসম্পর্কে তিনি বলেন, সেকথা যদি কারও স্মরণে থাকে, তাহলে তিনি বলতে পারেন, সেই সময়ই তিনি বলেছিলেন, সেকাজ ঠিক হয়নি।

 শুভেন্দু শুভেন্দুর কথা বলেছে

শুভেন্দু শুভেন্দুর কথা বলেছে

শুভেন্দু আর তিনি দুটি আলাদা রাজনৈতিক দল করেন। শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক মত রেখেছেন। সেই সম্পর্কে তাঁর মত দেওয়াটা ঠিক হবে না। শুভেন্দু কি রাজনৈতিক দল করতে চলেছেন, তিনি কী মনে করেন? এই সম্পর্কে মুকুল রায় বলেন, তিনি এই ব্যাপারে কিছু বলবেন না।

কলকাতাঃ শুভেন্দুর অরাজনৈতিক সভার প্রশংসায় মুকুল! জল্পনা তুঙ্গে

English summary
Mukul Roy says it was Subhendu Adhikari's reponsibility on good and bad of Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X