ভারত বনাম অস্ট্রেলিয়ার কোন টেস্টে কত দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন, জেনে নিন
আইপিএল ২০২০-এর খেতাব উঠছে কার হাতে, তা জানা যাবে আর কয়েক ঘণ্টা বাদে। এরপরেই ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে ক্রিকেট প্রেমীদের। ২৭ নভেম্বর টি-টোয়েন্টি সফর দিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। যা শেষ হওয়ার কথা ১৯ জানুয়ারি। ১৭ ডিসেম্বর দুই দলের মধ্যে শুরু হবে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। করোনা ভাইরাসের আবহে সেই সিরিজের প্রতি ম্যাচে কতজন দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন, তা জেনে নেওয়া যাক।

অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট
১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিন-রাতের ম্যাচ দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই ম্যাচের প্রতিদিন মোট আসন সংখ্যার অর্ধেক অর্থাৎ ২৭ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলে জানিয়ে দিয়েছে মাঠ কর্তৃপক্ষ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

বক্সিং ডে টেস্ট
রীতি অনুযায়ী বক্সিং ডে বা ২৬ ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভিক্টোরিয়া প্রশাসন জানিয়ে দিয়েছে প্রতিদিন ২৫ হাজার দর্শক মাঠে একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারবেন।

সিডনি-তে তৃতীয় টেস্ট
৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অর্থাৎ ২৩ হাজার দর্শক প্রতিদিন একসঙ্গে বসে এই ম্যাচ দেখতে পারবেন বলে জানিয়ে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

গাব্বা-তে কী নিয়ম
১৫ জানুয়ারি থেকে ব্রিসবনের গাব্বাতে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। মোট আসন সংখ্যার ৭৫ শতাংশ বা ৩০ হাজার ক্রিকেট প্রেমী প্রতিদিন একসঙ্গে বসে খেলার আনন্দ নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।
ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট কোহলিকে নিয়ে কেন হতাশ স্টিভ ওয়া