• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিহার জয়ের ইঙ্গিত মিলতেই নীতীশের সঙ্গে ফোনে কথা অমিত শাহের

জয় আসন্ন আন্দাজ ট্রেন্ড লক্ষ্য করেই নীতীশ কুমারকে ফোন করলেন বিজেপির চাণক্য অমিত শাহ। জয়ের পথ মসৃন হচ্ছে আন্দাজ করেই দুই নেতার ফোনে কথপোকথন হয়েছে। পরবর্তী রণকৌশল কী হতে চলেছে তাই নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এনডিএ জোটে এবার নীতীশ ম্যাজিক উদ্ধাও বিহারে। জেডিইউকে ছাপিয়ে গিয়েছে বিজেপি।

নীতীশকে ফোন অমিতের

নীতীশকে ফোন অমিতের

বিহারে জয় নিশ্চিত আঁচ করেই জেডিইউ প্রধান নীতীশ কুমারকে ফোন করলেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। যদিও এবারে বিহােরর প্রচারে একদিনের জন্যও দেখা যায়নি অমিত শাহকে। সেই জয়গাটা পূরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জননেতার সেই ক্যারিশ্মাই বিজেপির সাফল্য এনে দিয়েছে বিহারে। বিজেপি জয় আরও মসৃণ করেছেন মোদী। তবে ফোনে নীতীশ কুমারের সঙ্গে অমিত শাহের কী নিয়ে আলোচনা হয়ে তা এখনও স্পষ্ট নয়।

নীতীশ ম্যাকিক উধাও

নীতীশ ম্যাকিক উধাও

এনডিএ জোট এগিয়ে থাকলেও জেডিইউ কিন্তু ভাল ফল করতে পারেনি। আসন সংখ্যায় জেডিইউকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। একক বৃহত্তম দলের দিকে এগিয়ে চলেছে বিজেপি। নীতীশ ম্যাজিক যে এবার কোনওভাবেই বিহারবাসীর মন জয় করতে পারেনি তা বুঝিয়ে দিয়েছে ভোট বাক্স। আগেই জনমত সমীক্ষায় উঠে এসেছিল নীতীশের জনপ্রিয়তা কমছে বিহারে। অন্য কাউকে মুক্যমন্ত্রী পদে দেখতে চাইছেন বিহারবাসী।

মুখ্যমন্ত্রী নীতীশই

মুখ্যমন্ত্রী নীতীশই

বিজেপির এই বিপুল সাফল্যে নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির দাপটে এবার নীতীশ মুখ্যমন্ত্রী নাও থাকতে পারেন। তবে বিজেপিক পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এনডিএ বিহারে সরকার গড়লে নীতীশ কুমারই হবেন তাঁদের মুখ্যমন্ত্রী।

সমীকরণ বদলাচ্ছে বিহারে

সমীকরণ বদলাচ্ছে বিহারে

এনডিএ জোট এগিয়ে থাকলেও ভোটের মার্জিন কিন্তু বেশি থাকছে না। অধিকাংশ কেন্দ্রেই মহাজোটের প্রার্থীদের থেকে ১০০ থেকে ১০০০ ভোটে এগিয়ে রয়েছে এনডিএ জোটের প্রার্থীরা। বিহারে শেষ পর্যায়ের ভোট গণনায় এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মহাজোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেষ পর্যায়েই বাজিমাৎ করবে তাঁরা।

বিহারে ফল গণনায় ২০০ ভোটের ব্যবধানেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই! ৬৫ শতাংশ কাউন্টিংর পর পরিস্থিতি কোথায়

English summary
Amit Shah call Nitish Kumar on Bihar election result 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X