আইপিএল ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ দুই ফাইনালে বল হাতে নায়ক কে
আজ দুবাইয়ে আইপিএল ২০২০ ফাইনালে দিল্লি-মুম্বই মহারণ। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল ফাইনাল খেলেছে। যার মধ্যে চারবার জয় ও ১ বার হেরেছে মুম্বই। অন্যদিকে আইপিএলে এই প্রথমবার ফাইনালে দিল্লি ক্যাপিটালস দল। একনজরে মুম্বই ইন্ডিয়ান্স দলের ফাইনালে খেলার ইতিহাসে সেরা উইকেট শিকারী কারা দেখে নেওয়া যাক। সেই সঙ্গে মুম্বইয়ের ইন্ডিয়ান্সের হয়ে শেষ দুই আইপিএল ফাইনালে বল হাতে নায়ক কে জানুন।

লাসিথ মালিঙ্গা
মুম্বইয়ের হয়ে পাঁচবার আইপিএল ফাইনালে খেলে মালিঙ্গা পাঁচটি উইকেট নিয়েছেন। ২০১০ আইপিএল ফাইনালে মালিঙ্গা উইকেট পাননি। ২০১৩ ও ২০১৫ আইপিএল ফাইনালে ২টি উইকেট নেন মালিঙ্গা। এরপর ২০১৭ সালে উইকেট পাননি। ২০১৯ ফাইনালে ১টি উইকেট পান।

এবছর আইপিএলে নেই মালিঙ্গা
প্রসঙ্গত ব্যক্তিগত কারণে এবছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন মালিঙ্গা। ফলে ফাইনাল মঞ্চে মালিঙ্গার মতো পেসারের অভিজ্ঞতা মিস করবেন রোহিত শর্মা।

জসপ্রীত বুমরাহের কটি উইকেট
আইপিএল ২০১৯-র ফাইনালে আম্বাতি বায়ডু ও ব্র্যাভোর উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের ফাইনাল জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জসপ্রীত বুমরাহ।২০১৭ আইপিএল ফাইনালেও বুমরাহ ২টি উইকেট পান। সেবার রাহুল ত্রিপাঠী ও এম এস ধোনির উইকেট নিয়েছিলেন বুম বুম। সব মিলিয়ে আইপিএল মুম্বইয়ে ইন্ডিয়ান্সের হয়ে ফাইনালে এখনও পর্যন্ত বুমরাহের ৪টি উইকেট রয়েছে।

আইপিএল ২০২০তে বুমরাহের উইকেট শিকার
আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত বুমরাহ ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে চলতি বছরে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৬ ম্যাচে ২৯ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাদা শীর্ষস্থানে রয়েছেন।
আইপিএল ২০২০-এর ফাইনাল শুরুর আগে মুম্বইকে কোন বার্তা কিংবদন্তি সচিনের?